Ajker Patrika

বগুড়ায় মাদ্রাসার পরিত্যক্ত ঘরে ঝুলছিল ছাত্রীর ঝুলন্ত মরদেহ 

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩: ৪৩
বগুড়ায় মাদ্রাসার পরিত্যক্ত ঘরে ঝুলছিল ছাত্রীর ঝুলন্ত মরদেহ 

বগুড়ায় একটি আবাসিক মাদ্রাসা থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৮টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। 

বগুড়া শহরের গোদারপাড়া এলাকায় তালিমুল কুরআন মহিলা আবাসিক মাদ্রাসায় এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই মাদ্রাসার পরিচালক মাহফুজুল আলম। 

ওই শিক্ষার্থীর নাম শিফা খাতুন (১৫)। সে ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল। শিফা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পোতাট্টি গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে। 

মাদ্রাসার পরিচালক মাহফুজুল আলম আজকের পত্রিকাকে বলেন, শিফা খাতুন চার বছর আগে মাদ্রাসায় ভর্তি হয়ে আবাসিক শিক্ষার্থী হিসেবে মাদ্রাসাতেই থাকত। সোমবার ভোরে অন্য শিক্ষার্থীদের সঙ্গে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করেছে সে। এরপর অন্য শিক্ষার্থীদের অগোচরে মাদ্রাসার একটি পরিত্যক্ত ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। 

তিনি আরও বলেন, ‘মাদ্রাসার পরিত্যক্ত কক্ষে শিফা খাতুনের ঝুলন্ত মরদেহ দেখে তার সহপাঠীরা আমাদের জানালে, পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।’ 

এ বিষয়ে বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জালাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। এরপর সন্দেহ এড়াতে মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত