চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ–৩ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার বালিয়াডাঙা ফিল্টের হাট এলাকায় আপেল প্রতীকের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা করা হয়।
নির্বাচনী কার্যালয়ের দায়িত্বে থাকা মো. নামিস আলী বলেন, ‘শুক্রবার রাতে অফিসে তালা লাগিয়ে বাড়ি চলে যাই। আজ ভোরে অফিস খুলে দেখি ভাঙচুর করা। এ ছাড়া অফিসের ৪০টি চেয়ার, একটি টেবিল, প্রচারের কাজে ব্যবহৃত লিফলেট ও ব্যানার নেই।’
স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের অভিযোগ, ‘শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করতে একটি পক্ষ উঠেপড়ে লেগেছে। এরই ধারাবাহিকতায় আমার বিরোধীপক্ষ নির্বাচনী অফিস ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় মৌখিকভাবে জেলা রিটার্নিং কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছে। লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।’
এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, ‘লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর জাহান বলেন, ‘মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) থেকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
চাঁপাইনবাবগঞ্জ–৩ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার বালিয়াডাঙা ফিল্টের হাট এলাকায় আপেল প্রতীকের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা করা হয়।
নির্বাচনী কার্যালয়ের দায়িত্বে থাকা মো. নামিস আলী বলেন, ‘শুক্রবার রাতে অফিসে তালা লাগিয়ে বাড়ি চলে যাই। আজ ভোরে অফিস খুলে দেখি ভাঙচুর করা। এ ছাড়া অফিসের ৪০টি চেয়ার, একটি টেবিল, প্রচারের কাজে ব্যবহৃত লিফলেট ও ব্যানার নেই।’
স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের অভিযোগ, ‘শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করতে একটি পক্ষ উঠেপড়ে লেগেছে। এরই ধারাবাহিকতায় আমার বিরোধীপক্ষ নির্বাচনী অফিস ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় মৌখিকভাবে জেলা রিটার্নিং কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছে। লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।’
এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, ‘লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর জাহান বলেন, ‘মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) থেকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৪ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৭ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৮ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫