Ajker Patrika

আখমাড়াই ও ভেজাল গুড় তৈরির অপরাধে জরিমানা

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১০: ৪৫
আখমাড়াই ও ভেজাল গুড় তৈরির অপরাধে জরিমানা

নাটোরের লালপুরে অবৈধভাবে পাওয়ার ক্রাসারে আখ মাড়াই, ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রির অপরাধে তিন গুড় ব্যবসায়ীকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তারের ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন। 

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সিপিসি-২, নাটোর ক্যাম্প র‍্যাবের একটি দল কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে উপজেলার আড়বার, কেশবাড়ী ও গৌরীপুর গ্রামে অভিযান চালায়। 

ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রির অপরাধে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও খাদ্যদ্রব্যে ক্ষতিকর উপাদান (ক্ষতিকর কেমিক্যাল) মিশ্রণের অপরাধে ভেজাল গুড় ব্যবসায়ী আড়বাব গ্রামের সামছের আলীর ছেলে মো. হামিদুল ইসলাম (৩৫) ও মৃত কাশেম আলীর ছেলে মো. শহিদুল ইসলামকে (৪০) ভোক্তা সংরক্ষণ অধিকার আইন, ২০০৯-এর ৪২ ধারায় ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অবৈধভাবে আখ মাড়াইয়ের যন্ত্র ব্যবহার ও সংরক্ষণ করার অপরাধে গৌরীপুর গ্রামের মৃত মোছেরের ছেলে মো. হাবিবুর রহমানকে (৫০) অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় ১৫ হাজার কেজি ভেজাল গুড়, ৫০০ কেজি লালি গুড়, ১ হাজার ৫০০ কেজি চিনি, ময়দা, হাইড্রোজ, ফ্যাব্রিক কালার, ডালডা, চুন, ফিটকিরিসহ ভেজাল গুড় তৈরির সামগ্রী জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত চিনি ১ লাখ ১৩ হাজার ৪৬০ টাকা নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে জমা করা হয়। অন্যান্য আলামত আদালতের আদেশে ধ্বংস করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত