Ajker Patrika

জন্মদিনের অনুষ্ঠানে পরিচয়, এরপর ধর্ষণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
জন্মদিনের অনুষ্ঠানে পরিচয়, এরপর ধর্ষণ

বগুড়ার শেরপুরের গাড়িদহ রহমান নগর এলাকায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুল্লাহ আল নোমান (২২) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলেজছাত্রীর মামলার পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করে শেরপুর থানা পুলিশ। 

জানা যায়, উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের রহমান নগর গ্রামের এক কলেজছাত্রীর সঙ্গে শেরপুর পৌর শহরের স্যানালপাড়া এলাকার কলেজছাত্র আব্দুল্লাহ আল নোমানের প্রেমের সম্পর্ক ছিল। নোমান উলিপুর আমেরিয়া সমতুল্যা স্নাতকোত্তর মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই বারির ছেলে। তিনি শেরপুর সরকারি ডিগ্রি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। ২০২০ সালের সেপ্টেম্বরে একটি অনুষ্ঠানে পরিচয় হয়। এরপর থেকে তাঁদের মধ্যে ফেসবুক ও মোবাইলে কথা হয়। একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 

 ২০২০ সালের অক্টোবরে অধ্যক্ষ আব্দুল হাই বারি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে নোমান ওই কলেজছাত্রীকে ডেকে এনে ধর্ষণ করেন। এরপর গত ১৮ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলেজছাত্রীর বাড়িতে কেউ না থাকায় নোমান সেখানে গিয়েও ধর্ষণ করেন। 

পরে কলেজছাত্রী নোমানকে বিয়ের কথা বললে তিনি টালবাহানা করতে থাকেন। এমনকি একপর্যায়ে ওই ছাত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। গতকাল বুধবার রাতে ওই ছাত্রী বাদী হয়ে আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে শেরপুর থানায় ধর্ষণ মামলা করেন। 

এ ব্যাপারে শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ‘কলেজছাত্রীর করা ধর্ষণ মামলার পরিপ্রেক্ষিতে আব্দুল্লাহ আল নোমানকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত ২ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত