পাবনা প্রতিনিধি
পাবনার শহরের এআর কর্নার সংলগ্ন ‘পুরান ঢাকার নান্না বিরিয়ানি হাউজ’ নামের একটি রেস্টুরেন্টের বিরিয়ানি খেয়ে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ৪০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ১৫ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর প্রতিবাদে আজ রোববার বিকেল ৩টার দিকে নান্না বিরিয়ানি হাউজের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে শিক্ষার্থীরা। অভিযুক্ত রেস্টুরেন্টের মালিকের শাস্তি ও ভেজালমুক্ত খাদ্য পরিবেশনের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা। প্রায় আধা ঘণ্টা অবস্থান নেওয়ার পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা কলেজে ফিরে যায়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলে, গত শনিবার কলেজের ফরিদা আবাসিক ছাত্রী হলের শিক্ষার্থীদের জন্য স্পেশাল খাবারের আয়োজন করা হয়েছিল। এ জন্য ৪২ প্যাকেট বিরিয়ানির অর্ডার দেওয়া হয়। রাতে সেগুলো খেয়ে একে একে অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা। ১৫ জনের অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
শিক্ষার্থীদের বলে, আজ সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল অনেকের। অসুস্থতার কারণে তারা পরীক্ষায় অংশ নিতে পারেনি। পুরান ঢাকার নান্না বিরিয়ানি হাউজের এমন কাণ্ডের তাদের শিক্ষাজীবনই হুমকির মধ্যে পড়ে গেল। ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা।
তবে অভিযোগ অস্বীকার করেছেন পুরান ঢাকার নান্না বিরিয়ানি হাউজের ব্যবস্থাপক সজিব হোসেন। তিনি বলেন, ‘গতকাল আমরা প্রায় ২০০ মানুষের জন্য বিরিয়ানির আয়োজন ও বিক্রি করেছি। কিন্তু কেউ অভিযোগ দেয়নি। এখন এই শিক্ষার্থীরা কীভাবে অসুস্থ হলো আমরা বলতে পারছি না।’
এর আগেও প্রায় ৭০ জন এই রেস্টুরেন্টের বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়েছিল। ঐতিহ্যবাহী পুরান ঢাকার নান্না বিরিয়ানির সঙ্গে আদৌ সংশ্লিষ্টতা আছে কি না জানতে চাইলে সজিব হোসেন বলেন, ‘পুরান ঢাকার নান্না বিরিয়ানির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। শুধু মানুষের নজর কাড়তে ব্যবহার করেছি। এর আগে ৭০ জন অসুস্থ হওয়ার বিষয়টি আমার মনে নেই।’
এ বিষয়ে জানতে চাইলে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ফরিদা হলের প্রভোস্ট কামাল হোসেন বলেন, ‘গতকাল বিরিয়ানি খেয়েই একে একে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। পরে আমরা বিষয়টি জানালে পাবনার খাদ্য নিয়ন্ত্রক পরিদর্শকের কার্যালয় থেকে লোক আসে। তাঁরা আমাদের এখানে এসে তথ্য সংগ্রহ করে নিয়ে গেছেন। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
ঘটনার বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘আমরা নতুন এসপি স্যারের আগমন নিয়ে ব্যস্ত আছি। তবে ঘটনা শুনেছি। আমরা শিক্ষার্থীদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল ইসলাম বলেন, ‘আমরাও বিষয়টি শুনেছি। এরই মধ্যে খাদ্য নিয়ন্ত্রক পরিদর্শকের কার্যালয় থেকে লোক পাঠানো হয়েছে। শিগগিরই এসব হোটেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
পাবনার শহরের এআর কর্নার সংলগ্ন ‘পুরান ঢাকার নান্না বিরিয়ানি হাউজ’ নামের একটি রেস্টুরেন্টের বিরিয়ানি খেয়ে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ৪০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ১৫ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর প্রতিবাদে আজ রোববার বিকেল ৩টার দিকে নান্না বিরিয়ানি হাউজের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে শিক্ষার্থীরা। অভিযুক্ত রেস্টুরেন্টের মালিকের শাস্তি ও ভেজালমুক্ত খাদ্য পরিবেশনের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা। প্রায় আধা ঘণ্টা অবস্থান নেওয়ার পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা কলেজে ফিরে যায়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলে, গত শনিবার কলেজের ফরিদা আবাসিক ছাত্রী হলের শিক্ষার্থীদের জন্য স্পেশাল খাবারের আয়োজন করা হয়েছিল। এ জন্য ৪২ প্যাকেট বিরিয়ানির অর্ডার দেওয়া হয়। রাতে সেগুলো খেয়ে একে একে অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা। ১৫ জনের অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
শিক্ষার্থীদের বলে, আজ সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল অনেকের। অসুস্থতার কারণে তারা পরীক্ষায় অংশ নিতে পারেনি। পুরান ঢাকার নান্না বিরিয়ানি হাউজের এমন কাণ্ডের তাদের শিক্ষাজীবনই হুমকির মধ্যে পড়ে গেল। ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা।
তবে অভিযোগ অস্বীকার করেছেন পুরান ঢাকার নান্না বিরিয়ানি হাউজের ব্যবস্থাপক সজিব হোসেন। তিনি বলেন, ‘গতকাল আমরা প্রায় ২০০ মানুষের জন্য বিরিয়ানির আয়োজন ও বিক্রি করেছি। কিন্তু কেউ অভিযোগ দেয়নি। এখন এই শিক্ষার্থীরা কীভাবে অসুস্থ হলো আমরা বলতে পারছি না।’
এর আগেও প্রায় ৭০ জন এই রেস্টুরেন্টের বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়েছিল। ঐতিহ্যবাহী পুরান ঢাকার নান্না বিরিয়ানির সঙ্গে আদৌ সংশ্লিষ্টতা আছে কি না জানতে চাইলে সজিব হোসেন বলেন, ‘পুরান ঢাকার নান্না বিরিয়ানির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। শুধু মানুষের নজর কাড়তে ব্যবহার করেছি। এর আগে ৭০ জন অসুস্থ হওয়ার বিষয়টি আমার মনে নেই।’
এ বিষয়ে জানতে চাইলে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ফরিদা হলের প্রভোস্ট কামাল হোসেন বলেন, ‘গতকাল বিরিয়ানি খেয়েই একে একে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। পরে আমরা বিষয়টি জানালে পাবনার খাদ্য নিয়ন্ত্রক পরিদর্শকের কার্যালয় থেকে লোক আসে। তাঁরা আমাদের এখানে এসে তথ্য সংগ্রহ করে নিয়ে গেছেন। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
ঘটনার বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘আমরা নতুন এসপি স্যারের আগমন নিয়ে ব্যস্ত আছি। তবে ঘটনা শুনেছি। আমরা শিক্ষার্থীদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল ইসলাম বলেন, ‘আমরাও বিষয়টি শুনেছি। এরই মধ্যে খাদ্য নিয়ন্ত্রক পরিদর্শকের কার্যালয় থেকে লোক পাঠানো হয়েছে। শিগগিরই এসব হোটেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৪ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৭ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৮ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫