চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলায় চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার গ্রেপ্তারকৃত মো. মকবুল হোসেন (৩২) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে গত রোববার ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পরদিন সোমবার সন্ধ্যায় চাটমোহর থানায় গ্রেপ্তারকৃত মকবুল হোসেনের চাচি (৪৫) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে তাঁকে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত মো. মকবুল হোসেন উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মৃত আ. কুদ্দুসের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী প্রায় ১১ বছর আগে মারা যান। স্বামী মারা যাওয়ার পর তার স্ত্রীর প্রতি নজর পড়ে মকবুল হোসেনের। দুই সন্তান নিয়ে বিধবা ওই নারী সংসার সামলাচ্ছিলেন। এ অবস্থায় মকবুল হোসেন তাঁকে নানা সময় কু-প্রস্তাব দিতে আসছিলেন। প্রায় ৫ বছর আগে একদিন ঘরে ঢুকে চাচিকে ধর্ষণের চেষ্টা করেন মকবুল। এ নিয়ে গ্রাম্য সালিসে মকবুল হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানাও করা হয়।
এরপর কিছুদিন চুপচাপ থাকলেও মকবুল হোসেন আবার তাঁর চাচিকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়াসহ বিয়ে করার প্রলোভন দিতে থাকেন। একপর্যায়ে তাঁর চাচি বিয়ে করতে রাজি হন। এ সুযোগে গত ৩১ জুলাই দিবাগত রাত ১১টার দিকে মকবুল তাঁর চাচির ঘরে ঢুকে ধর্ষণ করেন। এ সময় বাড়ির লোকজন তাঁদের আটক করে বিয়ের কথা বললে, মকবুল বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে আসে। সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী ওই নারী মকবুল হোসেনের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। আসামিকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পাবনার চাটমোহর উপজেলায় চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার গ্রেপ্তারকৃত মো. মকবুল হোসেন (৩২) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে গত রোববার ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পরদিন সোমবার সন্ধ্যায় চাটমোহর থানায় গ্রেপ্তারকৃত মকবুল হোসেনের চাচি (৪৫) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে তাঁকে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত মো. মকবুল হোসেন উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মৃত আ. কুদ্দুসের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী প্রায় ১১ বছর আগে মারা যান। স্বামী মারা যাওয়ার পর তার স্ত্রীর প্রতি নজর পড়ে মকবুল হোসেনের। দুই সন্তান নিয়ে বিধবা ওই নারী সংসার সামলাচ্ছিলেন। এ অবস্থায় মকবুল হোসেন তাঁকে নানা সময় কু-প্রস্তাব দিতে আসছিলেন। প্রায় ৫ বছর আগে একদিন ঘরে ঢুকে চাচিকে ধর্ষণের চেষ্টা করেন মকবুল। এ নিয়ে গ্রাম্য সালিসে মকবুল হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানাও করা হয়।
এরপর কিছুদিন চুপচাপ থাকলেও মকবুল হোসেন আবার তাঁর চাচিকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়াসহ বিয়ে করার প্রলোভন দিতে থাকেন। একপর্যায়ে তাঁর চাচি বিয়ে করতে রাজি হন। এ সুযোগে গত ৩১ জুলাই দিবাগত রাত ১১টার দিকে মকবুল তাঁর চাচির ঘরে ঢুকে ধর্ষণ করেন। এ সময় বাড়ির লোকজন তাঁদের আটক করে বিয়ের কথা বললে, মকবুল বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে আসে। সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী ওই নারী মকবুল হোসেনের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। আসামিকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫