Ajker Patrika

পাকিস্তানে সাংবাদিক নেতা গুলিবিদ্ধ

পাকিস্তানে সাংবাদিক নেতা গুলিবিদ্ধ

পাকিস্তানে আবছার আলম নামের এক প্রবীণ সাংবাদিককে গুলি করা হয়েছে। মঙ্গলবার ইসলামাবাদে নিজ বাড়ির কাছেই গুলিবিদ্ধ হন তিনি। সামরিক বাহিনীর সমালোচনা করায় তাঁর ওপর এ হামলা হয়েছে বলে অভিযোগ করছেন সাংবাদিকদের।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, সাংবাদিক আবছার আলম পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটির চেয়ারম্যান ছিলেন। গতকাল সন্ধ্যায় ইসলামাবাদে বাসভবনের নিকটবর্তী একটি পার্কে হাঁটার সময় তিনি গুলিবিদ্ধ হন। তার অবস্থা এখন স্থিতিশীল।

গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নেওয়ার সময় একটি ভিডিওবার্তায় সাংবাদিক আলম বলেন, ‘আমার পাঁজরে গুলি লেগেছে। বন্দুকধারীকে চিনতে পারিনি। আমি আশা হারাবো না এবং আমার কাজ থেকে বিরত থাকবো না। যারা আমাকে গুলি করেছে তাঁদের প্রতি এই আমার বার্তা।’

সাংবাদিক আবছার আলম এই হামলায় সুনির্দিষ্ট কারও প্রতি অভিযোগ তোলেননি। তবে অনেক সাংবাদিক বলছেন, মাত্র দু’দিন আগে তিনি সামরিক গোয়েন্দা (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদের সমালোচনা করে একটি টুইট করেছিলেন। টুইটে তিনি লিখেছিলেন, ২০১৭ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) বা পিএমএল-এন–এর সমালোচনা করে প্রতিবেদন করার জন্য তাকে চাপ দিয়েছিলেন গোয়েন্দা প্রধান।

হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ। একে ‘হত্যাচেষ্টা’ বলে অভিহিত করেছেন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

এদিকে আজ পাকিস্তান সামরিক বাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, সাংবাদিক আলমের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা নেই। এেত তাঁদের করণীয়ও কিছু নেই।

এর আগেও প্রাণনাশের হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন আবছার আলম। তিনি পিএমএল-এন-এর প্রতি সহানুভূতিশীল বলে জানা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

জুলাই আন্দোলনের প্রথম অংশ ‘অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড’: মাহফুজ

‘মালয়েশিয়ায় গ্রেপ্তার যুবকেরা সিরিয়া ও বাংলাদেশের জঙ্গিদের জন্য অর্থ পাঠাত’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত