Ajker Patrika

শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ কারাগারে

শেরপুর প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১০: ৩০
শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ কারাগারে

শেরপুরের ঝিনাইগাতীতে শিশু ধর্ষণের অভিযোগে মো. কবির আলী ওরফে লক্ষ্মী (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে আজ শুক্রবার দুপুরে ধর্ষণের মামলায় তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ ও শিশুর পরিবার জানায়, ৬ ডিসেম্বর বিকেলে ওই শিশু বাড়ির পাশে খেলা করছিল। এ সময় কবির আলী শিশুটিকে প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে জোর করে ধর্ষণ করেন। ধর্ষণের বিষয়টি কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার ভয় দেখিয়ে তাড়িয়ে দেন কবির। একপর্যায়ে শিশুটির পরিবার ধর্ষণের বিষয়টি জানতে পারে। পরে শিশুটি ধর্ষণের বিষয়টি প্রতিবেশীদের জানালে মীমাংসার চেষ্টা করেন স্থানীয় কয়েকজন। 

তাঁরা আরও জানান, বিষয়টি জানাজানি হলে এবং বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হলে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি থানা-পুলিশকে জানানো হলে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবিরকে গ্রেপ্তার করা হয়। 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত