Ajker Patrika

মেহগনিবাগানে পড়ে ছিল পুলিশ কনস্টেবল সাদ্দামের মরদেহ

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ১৭
মেহগনিবাগানে পড়ে ছিল পুলিশ কনস্টেবল সাদ্দামের মরদেহ

ময়মনসিংহের সদর উপজেলার নিজকল্পা গ্রামের মেহগনিবাগান থেকে পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেনের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি পুলিশ কনস্টেবল হিসেবে সুনামগঞ্জ জেলায় কর্মরত ছিলেন। 

আজ শনিবার বিকেলে সাদ্দামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে কোতোয়ালি মডেল থানা-পুলিশ। নিহত পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেন সদর উপজেলার বাঘেরকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের ছেলে। 

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল শুক্রবার রাতে নিজ বাড়িতে খাওয়াদাওয়া করে বাড়ি থেকে বের হন সাদ্দাম। পরে আর বাড়িতে ফেরেননি। পরে আজ বিকেলে নিজকল্পা গ্রামে আমিনুল ইসলামের মেহগনিবাগানে সাহানা বেগম নামে একজন পাতা কুড়াতে গেলে মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি স্থানীয়রা থানায় জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাদ্দামকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। পুলিশ তদন্তকাজ শুরু করেছে। ঘটনার রহস্য অচিরেই উদ্‌ঘাটন হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত