Ajker Patrika

রান্নাঘরে গলায় ওড়না পেঁচিয়ে নারীর ‘আত্মহত্যা’

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১২: ২৪
রান্নাঘরে গলায় ওড়না পেঁচিয়ে নারীর ‘আত্মহত্যা’

নান্দাইলে গলায় ওড়না পেঁচিয়ে নিপা আক্তার (৪৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার বিকেলে নান্দাইল পৌর সদরের ঝালুয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নিপা আক্তার একই এলাকার মৃত শাহীন ভূঁইয়ার স্ত্রী। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন বছর আগে নিপা আক্তারের স্বামী শাহীন ভূঁইয়ার মৃত্যু হয়। এর পর থেকে নিপা আক্তার মানসিক সমস্যায় ভুগছিলেন। মানসিক সমস্যা থেকে বেশ কয়েকবার আত্মহত্যা করতে চেয়েছিলেন তিনি। কিছুদিন আগে বিষ পান করলে পরিবারের লোকজন টের পেয়ে তাঁকে চিকিৎসা করান। এরপর সুস্থ হয়ে ওঠেন তিনি। 

এরপর শনিবার বিকেলে রান্নাঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। নিপা আক্তারের মেয়ে রান্নাঘরে তার মাকে ঝুলন্ত দেখে চিৎকার দেয়। পরে আশপাশের লোকজন এসে নিপা আক্তারকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ‘আমাদের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত