প্রতিনিধি
নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইলের গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামের ভাড়া বাসা থেকে হাত–পা বাঁধা অবস্থায় জাহেদ তালুকদার (২৯) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে নান্দাইল মডেল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত জাহেদ তালুকদার হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার গানপুর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাশের ঘরের পাঁচজন হকারকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন মিনাল, ভুপেন্দ্র চন্দ্র দাস, কামরুল হাসান, আখের মিয়া ও সুমন মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত জাহেদ তালুকদার কাঠের তৈরি নানা তৈজসপত্রের ব্যবসা করতেন। তাঁর অধীনে আটজন হকার কাজ করতেন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর হকাররা মহাজন জাহেদ তালুকদারকে ডাক দিলে ঘর তালাবদ্ধ দেখতে পান। পরে ওই বাড়ির মালিক মো. হাবিবুর রহমান ও স্থানীয়রা লাঠি দিয়ে ধাক্কা মেরে দরজা খুলে দেখতে পান জাহেদ মিয়ার হাত-পা বাঁধা মরদেহ মুখে বালিশচাপা দেওয়া অবস্থায় মেঝেতে পড়ে আছে। তবে বাড়ির মালিক মো. হাবিবুর রহমান ও সহযোগী ফেরিওয়ালাদের ধারণা, রাতে ঘুমানোর সময় কে বা কাহারা জাহেদকে হত্যা করে। তবে সহযোগী ফেরিওয়ালারা এর বেশি কিছু জানেন না বলে পুলিশ জানিয়েছে।
এদিকে ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে হবিগঞ্জ থেকে নান্দাইলে আসেন বড় ভাই আসাদ তালুকদার। তিনি বলেন, `ভাইয়ের ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে শত্রুতা ছিল। কয়েকবার ভাইকে নিজ এলাকায় ফিরে ব্যবসা করতে বলি, কিন্তু আমার ভাইকে বাড়ি নিতে পারিনি। গত বুধবার ব্যবসার জন্য ভাইকে ৭০ হাজার টাকা দিয়ে গেছি। প্রতিদিন হকাররা যা জমা দিত, তা ব্যাংকে জমা রাখা হতো। টাকার জন্য হয়তো আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি আমার ছোট ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।'
বিষয়টি থানার পুলিশকে অবহিত করলে নান্দাইল মডেল থানার ওসি মো. মিজানুর রহমান আকন্দ, ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রায়হানুল ইসলাম, ডিবির এসআই শহীদুজ্জামানসহ ক্রাইম সিন ইউনিটের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে।
নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইলের গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামের ভাড়া বাসা থেকে হাত–পা বাঁধা অবস্থায় জাহেদ তালুকদার (২৯) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে নান্দাইল মডেল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত জাহেদ তালুকদার হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার গানপুর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাশের ঘরের পাঁচজন হকারকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন মিনাল, ভুপেন্দ্র চন্দ্র দাস, কামরুল হাসান, আখের মিয়া ও সুমন মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত জাহেদ তালুকদার কাঠের তৈরি নানা তৈজসপত্রের ব্যবসা করতেন। তাঁর অধীনে আটজন হকার কাজ করতেন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর হকাররা মহাজন জাহেদ তালুকদারকে ডাক দিলে ঘর তালাবদ্ধ দেখতে পান। পরে ওই বাড়ির মালিক মো. হাবিবুর রহমান ও স্থানীয়রা লাঠি দিয়ে ধাক্কা মেরে দরজা খুলে দেখতে পান জাহেদ মিয়ার হাত-পা বাঁধা মরদেহ মুখে বালিশচাপা দেওয়া অবস্থায় মেঝেতে পড়ে আছে। তবে বাড়ির মালিক মো. হাবিবুর রহমান ও সহযোগী ফেরিওয়ালাদের ধারণা, রাতে ঘুমানোর সময় কে বা কাহারা জাহেদকে হত্যা করে। তবে সহযোগী ফেরিওয়ালারা এর বেশি কিছু জানেন না বলে পুলিশ জানিয়েছে।
এদিকে ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে হবিগঞ্জ থেকে নান্দাইলে আসেন বড় ভাই আসাদ তালুকদার। তিনি বলেন, `ভাইয়ের ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে শত্রুতা ছিল। কয়েকবার ভাইকে নিজ এলাকায় ফিরে ব্যবসা করতে বলি, কিন্তু আমার ভাইকে বাড়ি নিতে পারিনি। গত বুধবার ব্যবসার জন্য ভাইকে ৭০ হাজার টাকা দিয়ে গেছি। প্রতিদিন হকাররা যা জমা দিত, তা ব্যাংকে জমা রাখা হতো। টাকার জন্য হয়তো আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি আমার ছোট ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।'
বিষয়টি থানার পুলিশকে অবহিত করলে নান্দাইল মডেল থানার ওসি মো. মিজানুর রহমান আকন্দ, ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রায়হানুল ইসলাম, ডিবির এসআই শহীদুজ্জামানসহ ক্রাইম সিন ইউনিটের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২১ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
২৪ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
২৪ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫