Ajker Patrika

নান্দাইলে তালাবদ্ধ ঘর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২১, ১০: ১৫
নান্দাইলে তালাবদ্ধ ঘর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইলের গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামের ভাড়া বাসা থেকে হাত–পা বাঁধা অবস্থায় জাহেদ তালুকদার (২৯) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে নান্দাইল মডেল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত জাহেদ তালুকদার হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার গানপুর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাশের ঘরের পাঁচজন হকারকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন মিনাল, ভুপেন্দ্র চন্দ্র দাস, কামরুল হাসান, আখের মিয়া ও সুমন মিয়া। 

পুলিশ সূত্রে জানা যায়, নিহত জাহেদ তালুকদার কাঠের তৈরি নানা তৈজসপত্রের ব্যবসা করতেন। তাঁর অধীনে আটজন হকার কাজ করতেন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর হকাররা মহাজন জাহেদ তালুকদারকে ডাক দিলে ঘর তালাবদ্ধ দেখতে পান। পরে ওই বাড়ির মালিক মো. হাবিবুর রহমান ও স্থানীয়রা লাঠি দিয়ে ধাক্কা মেরে দরজা খুলে দেখতে পান জাহেদ মিয়ার হাত-পা বাঁধা মরদেহ মুখে বালিশচাপা দেওয়া অবস্থায় মেঝেতে পড়ে আছে। তবে বাড়ির মালিক মো. হাবিবুর রহমান ও সহযোগী ফেরিওয়ালাদের ধারণা, রাতে ঘুমানোর সময় কে বা কাহারা জাহেদকে হত্যা করে। তবে সহযোগী ফেরিওয়ালারা এর বেশি কিছু জানেন না বলে পুলিশ জানিয়েছে। 

এদিকে ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে হবিগঞ্জ থেকে নান্দাইলে আসেন বড় ভাই আসাদ তালুকদার। তিনি বলেন, `ভাইয়ের ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে শত্রুতা ছিল। কয়েকবার ভাইকে নিজ এলাকায় ফিরে ব্যবসা করতে বলি, কিন্তু আমার ভাইকে বাড়ি নিতে পারিনি। গত বুধবার ব্যবসার জন্য ভাইকে ৭০ হাজার টাকা দিয়ে গেছি। প্রতিদিন হকাররা যা জমা দিত, তা ব্যাংকে জমা রাখা হতো। টাকার জন্য হয়তো আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি আমার ছোট ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।' 

বিষয়টি থানার পুলিশকে অবহিত করলে নান্দাইল মডেল থানার ওসি মো. মিজানুর রহমান আকন্দ, ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রায়হানুল ইসলাম, ডিবির এসআই শহীদুজ্জামানসহ ক্রাইম সিন ইউনিটের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। 

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত