Ajker Patrika

অন্তঃসত্ত্বা চাচিকে হত্যা করে ২৭ বছর পালিয়ে ছিলেন ভাতিজা

ময়মনসিংহ প্রতিনিধি
অন্তঃসত্ত্বা চাচিকে হত্যা করে ২৭ বছর পালিয়ে ছিলেন ভাতিজা

ময়মনসিংহে হত্যার ২৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল ইসলাম ওরফে সাইফুলকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার দুপুরে র‍্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম ওরফে সাইফুল জেলার ফুলবাড়িয়া উপজেলার হুরবাড়ি এলাকার মৃত মিজান মিয়ার ছেলে। এর আগে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেট্রোপলিটন এলাকার দারুস সালাম থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে র‍্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় বলেন, জেলা ফুলবাড়ীয়া উপজেলার হুরবাড়ী গ্রামের মো. আব্দুল আউয়ালের সঙ্গে মনোয়ারা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর মনোয়ারা আক্তারকে যৌতুকের দাবিতে নির্যাতন করা হতো। এভাবে বিয়ের আনুমানিক দুই বছর পর ৭ মাসের অন্তঃসত্ত্বা হন মনোয়ারা বেগম। এ অবস্থায় ১৯৯৪ সালের ১১ ডিসেম্বর রাতে যৌতুকের দাবিতে আব্দুল আউয়াল, তাঁর দুই বোন শামছুন্নাহার, হাফেজা খাতুন এবং আউয়ালের ভাতিজা সাইফুল ইসলাম মিলে পিটিয়ে মনোয়ারাকে হত্যা করেন। হত্যার ঘটনা ধামাচাপা দিতে মনোয়ারার মুখে বিষ দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার চালান তাঁরা। 

এ ঘটনার পরে নিহত মনোয়ারার ভাই মো. শহিদুল্লাহ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে ওই মামলায় ২০০৪ সালের জানুয়ারি মাসে সাইফুল ইসলাম ওরফে সাইফুলকে যাবজ্জীবন সাজা দেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত