Ajker Patrika

অপহরণ করে মুক্তিপণ আদায়, রিমান্ডে পুলিশ সদস্য

ময়মনসিংহ প্রতিনিধি
অপহরণ করে মুক্তিপণ আদায়, রিমান্ডে পুলিশ সদস্য

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ আদায় মামলায় সাফায়েত গনি (২৮) নামে এক পুলিশ কনস্টেবলকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজিব আহমেদ তালুকদার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রোববার (২৫ ডিসেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে সাফায়েত গনিকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ কনস্টেবল সাফায়েত গনি জেলার মুক্তাগাছা উপজেলার কুমারগাথা ইউনিয়নের মৃত ছোহরাব আলীর ছেলে। ২০১৫ সালে তিনি পুলিশে যোগদান করেন। বর্তমানে তিনি গাজীপুরের কালিয়াকৈর সার্কেলে দায়িত্বরত আছেন। 

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক ঝুটন কুমার বর্মণ বলেন, ‘অপহরণের পর মুক্তিপণ আদায়ের মামলায় ফুলবাড়িয়া থানা-পুলিশ কনস্টেবল সাফায়েত গনিকে আদালতে তুলে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে বিচারক শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’ 

ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহীন মিয়া বলেন, ভুক্তভোগী ইব্রাহিম খলিল (২৪) ফুলবাড়িয়া ইউনিয়নের চৌধার গ্রামের বাসিন্দা। গত শনিবার (২৪ ডিসেম্বর) ইব্রাহিদ খলিল ফুলবাড়িয়া বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পুলিশের পোশাক পরে অন্তত ৪ থেকে ৫ জন মিলে তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ওই সময় ইব্রাহিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অপহরণকারীরা নিজেদের ডিবি পুলিশ বলে পরিচয় দেন। এরপর ইব্রাহিমের সঙ্গে থাকা ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে মুক্তিপণ হিসেবে তাঁর পরিবারের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরও ১ লাখ ৭২ হাজার টাকা আদায় করে তাঁকে ছেড়ে দেন। 

এই ঘটনায় গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) ভুক্তভোগী ইব্রাহিমের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় পুলিশ কনস্টেবল সাফায়েত গনিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয় বলে জানান এসআই। এ বিষয়ে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা বলেন, ‘অপহরণের মামলায় গ্রেপ্তার সাফায়েত গনি একজন পুলিশ কনস্টেবল। যেহেতু তাঁর বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তাই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত