Ajker Patrika

ভাই খুন হওয়ার পর থেকে পলাতক, ১৩ দিন পর মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
ভাই খুন হওয়ার পর থেকে পলাতক, ১৩ দিন পর মরদেহ উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ছোট ভাই মকবুল হোসেনকে (৪৫) হত্যা মামলার আসামি বড় ভাই জালাল উদ্দিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁরা উপজেলার জোড়খালী ইউনিয়নের খিলকাটি দক্ষিণপাড়া এলাকার হিরু শেখের (মৃত) ছেলে। জালাল উদ্দিন ছোট ভাই মকবুল হোসেনকে হত্যা মামলার একমাত্র আসামি ছিলেন।

জানা যায়, গত ৪ জানুয়ারি জমি সংক্রান্ত বিরোধে জালাল উদ্দিনের কোদালের আঘাতে গুরুতর আহত হন মকবুল হোসেন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মাদারগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এরপর থেকে জালাল উদ্দিন পলাতক ছিলেন। আজ ভোর সাড়ে ৫টার দিকে নিজ বসতবাড়ির আমগাছে জালাল উদ্দিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা থানায় খবর দেন। মাদারগঞ্জ মডেল থানা-পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মাহবুবুল হক বলেন, ‘আজ দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জালাল উদ্দিন আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা। তবে জালাল উদ্দিন তাঁর ছোট ভাইয়ের হত্যা মামলার আসামি ছিলেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত