Ajker Patrika

স্ত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৫

ভোলা প্রতিনিধি
স্ত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৫

ভোলায় স্ত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে গুরুত্বর আহত হয়েছেন এনামুল হক (২৭) নামের এক পুলিশ। তাঁকে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা পরিষদের সামনে (বকপাড় চত্বর) এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার একজন ও আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও চার জনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, রাকিব, রাজিব, ইব্রাহিম, তোহান ও তারেক। সবার বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।

ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত জেলা পুলিশ লাইন্সের কনস্টেবল এনামুল হক সাংবাদিকদের জানান, স্ত্রীকে নিয়ে শুক্রবার সন্ধ্যার দিকে ভোলা জেলা পরিষদের সামনে (বকপাড় চত্বর) ঘুরতে যান তিনি। এ সময় কয়েক জন বখাটে তাঁর স্ত্রীকে উত্যক্ত করতে থাকে। তখন তিনি প্রতিবাদ করায় বখাটেদের সঙ্গে বাকবিতন্ডার একপর্যায়ে তাঁর ওপর তারা হামলা চালিয়ে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্ত্রীর সহায়তায় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করান। 

এদিকে ঘটনার দিন রাতে আহত পুলিশ সদস্যকে দেখতে যান ভোলার পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম। পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ছুরিকাঘাতে এনামুলের শরীরের ৬ জায়গায় গুরুতর জখম হয়। তার দুই কান, গলা, বুক ও পিঠ ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত হয়েছে। তবে পুলিশ কনস্টেবল এনামুল আশঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন। 

এসপি আরও জানান, এ ঘটনায় পুলিশ শুক্রবার রাতেই ঘটনাস্থল থেকেই রাকিব (২৪) নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী এবং ঘটনাস্থলের যে ভিডিও আমাদের হাতে এসেছে সেই ভিডিও পর্যালোচনা করে জড়িত সবাইকেই গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির বলেন, হামলার শিকার কনস্টেবল এনামুল বাদী হয়ে ভোলা সদর মডেল একটি থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ শুক্রবার একজন ও আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও চার জনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে। সবার বয়স ১৮ থেকে ২৫ বছর। তাঁদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত