নেত্রকোনা প্রতিনিধি
একই সঙ্গে পোশাক কারখানায় চাকরি করার সুবাদে কমলা খাতুনের (২৬) সঙ্গে মো. নিজামের (৩০) গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এরপর বিয়ের প্রস্তাব দেন নিজাম। কিন্তু বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকা কমলাকে শ্বাসরোধ ও পেটে দা দিয়ে আঘাত করে হত্যা করেন প্রেমিক মো. নিজাম।
গ্রেপ্তারের পর জবানবন্দিতে এসব কথা বলেন নিজাম। আজ সোমবার (২১ নভেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাব-১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খান।
এর আগে সোমবার ভোরে গাজীপুরের মীরের বাজার এলাকা থেকে নিজামকে গ্রেপ্তার করে র্যাব। পরে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন নিজাম। গত শনিবার (১৯ নভেম্বর) সকালে নেত্রকোনার পূর্বধলায় উপজেলার বালুচরা বাজারের তালতলা মোড় থেকে অজ্ঞাত হিসেবে কমলার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
হত্যাকাণ্ডের শিকার কমলা খাতুন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রাত্রা গ্রামের মাতাব উদ্দিনের মেয়ে।
র্যাব কর্মকর্তা মহিবুল ইসলাম খান বলেন, ‘কমলা ও নিজাম দুজনেই গাজীপুরে একই গার্মেন্টসে কাজ করতেন। সেই সুবাদে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে নিজাম কমলাকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু কমলা এতে রাজি না হলে তাঁকে হত্যার পরিকল্পনা করেন নিজাম। পরিকল্পনা অনুযায়ী কমলাকে দুর্গাপুরের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে আসেন তিনি। পরে শুক্রবার রাতে দুর্গাপুরে যাওয়ার পথে পূর্বধলা উপজেলার বালুচরা বাজারের তালতলা মোড়ে গিয়ে গাড়ি থেকে নামিয়ে নিরিবিলি জায়গায় নিয়ে শ্বাসরোধে ও দা দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গাজীপুরে পালিয়ে যান। শনিবার সকালে অজ্ঞাত হিসেবে কমলার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই হত্যার তদন্তে নেমে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিজামকে শনাক্ত ও গাজীপুর থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে হত্যার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন নিজাম।’
গ্রেপ্তার নিজামের বিরুদ্ধে যথাযথ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
একই সঙ্গে পোশাক কারখানায় চাকরি করার সুবাদে কমলা খাতুনের (২৬) সঙ্গে মো. নিজামের (৩০) গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এরপর বিয়ের প্রস্তাব দেন নিজাম। কিন্তু বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকা কমলাকে শ্বাসরোধ ও পেটে দা দিয়ে আঘাত করে হত্যা করেন প্রেমিক মো. নিজাম।
গ্রেপ্তারের পর জবানবন্দিতে এসব কথা বলেন নিজাম। আজ সোমবার (২১ নভেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাব-১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খান।
এর আগে সোমবার ভোরে গাজীপুরের মীরের বাজার এলাকা থেকে নিজামকে গ্রেপ্তার করে র্যাব। পরে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন নিজাম। গত শনিবার (১৯ নভেম্বর) সকালে নেত্রকোনার পূর্বধলায় উপজেলার বালুচরা বাজারের তালতলা মোড় থেকে অজ্ঞাত হিসেবে কমলার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
হত্যাকাণ্ডের শিকার কমলা খাতুন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রাত্রা গ্রামের মাতাব উদ্দিনের মেয়ে।
র্যাব কর্মকর্তা মহিবুল ইসলাম খান বলেন, ‘কমলা ও নিজাম দুজনেই গাজীপুরে একই গার্মেন্টসে কাজ করতেন। সেই সুবাদে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে নিজাম কমলাকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু কমলা এতে রাজি না হলে তাঁকে হত্যার পরিকল্পনা করেন নিজাম। পরিকল্পনা অনুযায়ী কমলাকে দুর্গাপুরের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে আসেন তিনি। পরে শুক্রবার রাতে দুর্গাপুরে যাওয়ার পথে পূর্বধলা উপজেলার বালুচরা বাজারের তালতলা মোড়ে গিয়ে গাড়ি থেকে নামিয়ে নিরিবিলি জায়গায় নিয়ে শ্বাসরোধে ও দা দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গাজীপুরে পালিয়ে যান। শনিবার সকালে অজ্ঞাত হিসেবে কমলার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই হত্যার তদন্তে নেমে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিজামকে শনাক্ত ও গাজীপুর থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে হত্যার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন নিজাম।’
গ্রেপ্তার নিজামের বিরুদ্ধে যথাযথ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৩ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫