Ajker Patrika

তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধার হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৩: ০৫
তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধার হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নেত্রকোনায় তালাবদ্ধ ঘর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় জোছনা বেগম (৭০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘরের ভেতরে আলমারি খোলা এবং এর ভেতরে থাকা জিনিসপত্র এলোমেলো ছিল। 

গতকাল সোমবার রাত সোয়া ১১টার দিকে শহরের নিউটাউন বিলপাড় এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

জোছনা বেগম শহরের নিউটাউন বিলপাড় এলাকার মৃত আবুল মুন্সীর স্ত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানান, জোছনা বেগমের তিন ছেলের মধ্যে এক ছেলে বগুড়ায়, আরেক ছেলে বরিশালে থাকেন। বড় ছেলে মিল্টন মোল্লার সঙ্গে নিউটাউন বিলপাড়ের বাসায় বসবাস করতেন তিনি। প্রায় ১০ দিন আগে মিল্টন ব্যক্তিগত কাজে বরিশালে যান। মিল্টনের স্ত্রীও চলে যান জেলার আটপাড়ায় বাবার বাড়িতে। এ কারণে ১০-১২ দিন ধরে বাসায় একা ছিলেন জোছনা বেগম। 

গতকাল সোমবার ছেলে মিল্টন সারা দিন বারবার ফোনকল করেও মায়ের সঙ্গে কথা বলতে পারছিলেন না। পরে রাত সাড়ে ১০টার দিকে তাঁর মামা ফেরদৌস দরজার তালা ভেঙে ঘরে ঢুকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মেঝেতে জোছনার লাশ পড়ে থাকতে দেখেন। থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘরের ভেতরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় ও আলমারি খোলা ছিল। 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে নানা ক্লু সংগ্রহ করা হয়েছে। সব দিক মাথায় রেখেই তদন্ত করা হচ্ছে। দ্রুত এই হত্যার রহস্য উদ্ঘাটন সম্ভব হবে বলে আশা করছি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। 

এদিকে মরদেহ উদ্ধারের পর এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তে নেমেছে। জেলা পিবিআইয়ের পরিদর্শক অভি রঞ্জন দেব জানান, দুর্বৃত্তরা বা পরিবারের লোকজন এই হত্যায় জড়িত কি না, সব দিক মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত