Ajker Patrika

নিজ ঘর থেকে রক্তাক্ত অবস্থায় কিশোরের মরদেহ উদ্ধার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৩: ৪৯
নিজ ঘর থেকে রক্তাক্ত অবস্থায় কিশোরের মরদেহ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নিজ ঘর থেকে রক্তাক্ত অবস্থায় মাহফুজুর রহমান সাজিদ (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টায় উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রহিমপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত মাহফুজুর রহমান সাজিদ একই গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে। সে একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করত। মরদেহ উদ্ধারের ঘটনায় রহিমপুর গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাজিদ মিয়ার বাবা শাহাব উদ্দিন মারা যাওয়ার পর থেকে মা ইয়াসমিন আক্তার ও বড় ভাই রবিউল আউয়াল শুভকে নিয়ে একসঙ্গে বসবাস করতেন। গতকাল মা ও ভাই পার্শ্ববর্তী বাকচান্দা গ্রামে বেড়াতে চলে যান। বাড়িতে সাজিদ একাই ছিল। শনিবার দিবাগত রাতে কে বা কারা তার ঘরে ঢুকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। সকালে স্থানীয়রা ঘরে রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

নিহত সাজিদের মা ইয়াসমিন আক্তার বলেন, ‘আমি বাড়িতে ছিলাম না। খবর শুনে বাড়িতে এসেছি। এসে ছেলের লাশ দেখতে হয়েছে।’ 

জাহাঙ্গীরপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলেটি তার মা ও ভাইকে নিয়ে থাকত। শুনেছি তার মা ও ভাই বাড়িতে ছিলেন না। সেই সুবাদে রাতের আঁধারে কে বা কারা তাকে মেরে ঘরে ফেলে রেখে গেছে।’

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত