Ajker Patrika

স্টকহোমে ফের কোরআন পোড়ানোর অনুমতি, বাগদাদে সুইডিশ দূতাবাসে হামলা

আপডেট : ২০ জুলাই ২০২৩, ১০: ৫৬
স্টকহোমে ফের কোরআন পোড়ানোর অনুমতি, বাগদাদে সুইডিশ দূতাবাসে হামলা

সুইডেনের রাজধানী স্টকহোমে আবারও মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন পোড়ানোর অনুমতি দিয়েছে। এর প্রতিবাদে শত শত বিক্ষোভকারী ইরাকের বাগদাদে অবস্থিত সুইডিশ দূতাবাসে হামলা চালিয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে তারা এই হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে। খবর রয়টার্সের। 

সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাগদাদ দূতাবাসের সব কর্মী নিরাপদ ছিল। হামলার নিন্দা জানিয়ে দূতাবাসের নিরাপত্তার জন্য ইরাকি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। 

সুইডেনে দ্বিতীয়বার কোরআন পোড়ানোর ঘোষণা দিলে শিয়া ধর্মগুরু মুক্তাদা সদরের সমর্থকেরা প্রতিবাদে আজ বৃহস্পতিবারের বিক্ষোভের ডাক দিয়েছিল। সদরপন্থী টেলিগ্রাম গ্রুপের পোস্ট অনুসারে বিষয়টি জানা গেছে। 

সদর ইরাকের অন্যতম শক্তিশালী ব্যক্তিত্ব। গত গ্রীষ্মে তাঁর নির্দেশে কয়েক হাজার অনুসারী বাগদাদের গ্রিন জোন দখলে নিয়েছিল। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছিলেন। 

সুইডিশ বার্তা সংস্থা টিটি বুধবার (স্থানীয় সময়) জানায়, সুইডেনের পুলিশ আজ বৃহস্পতিবার স্টকহোমে ইরাকি দূতাবাসের বাইরে জনসভার জন্য একটি আবেদন মঞ্জুর করেছে। আবেদনে বলা হয়েছে, আবেদনকারী কোরান ও ইরাকি পতাকা পোড়াতে চেয়েছেন। 

টেলিগ্রাম গ্রুপ ‘ওয়ান বাগদাদে’ এ ঘটনার অসংখ্য ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই সব ভিডিওতে দেখা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১টার দিকে দূতাবাসের চারপাশে লোকজন জড়ো হচ্ছে। এর প্রায় এক ঘণ্টা পরে তারা তুমুল স্লোগান দিতে থাকে এবং একপর্যায়ে হামলা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত