Ajker Patrika

কলেজশিক্ষকের পরকীয়ায় প্রাণ গেল স্ত্রী সন্তানের

কলেজশিক্ষকের পরকীয়ায় প্রাণ গেল স্ত্রী সন্তানের

যশোরের মনিরামপুরে তিন বছরের শিশু কন্যাসহ এক গৃহবধূর ঝুলন্ত মরদেহে উদ্ধার হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার কুলটিয়া গ্রামের ভাড়া বাড়ি থেকে এলাকাবাসী তাদের মরদেহ উদ্ধার করেন।

আত্মহত্যার শিকার ওই গৃহবধূর নাম প্রিয়া মণ্ডল (২২) ও তার কন্যা কথা মণ্ডল (৩)। প্রিয়া মণ্ডল মশিয়াহাটি ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক কণার মণ্ডলের স্ত্রী। কথা ওই দম্পতির একমাত্র সন্তান। ওই গৃহবধূ পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। 

প্রিয়া মণ্ডল অভয়নগর উপজেলার দত্তগাতী গ্রামের ভগিরত মণ্ডলের মেয়ে। চার বছর আগে তাদের বিয়ে হয়েছিল। স্বামীকে পরকীয়া থেকে ফেরাতে না পেরে মেয়েকে নিয়ে তিনি জীবন দিয়েছেন, এমনটি দাবি স্বজনদের।

এই ঘটনায় গৃহবধূর ভাই চন্দন মণ্ডল বাদী হয়ে মনিরামপুর থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত শিক্ষক কণার মণ্ডলকে গ্রেপ্তার করেছেন। 

স্থানীয়রা জানান, কনার মণ্ডল স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে কুলটিয়া এলাকায় ফাল্গুন মণ্ডলের ভাড়া বাড়ি থাকতেন। পারিবারিক কলহের জেরে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। শনিবার দুপুরের পর বিলে মাছ ধরতে যান কনার। এই সুযোগে রান্না ঘরের সিলিং ফ্যানের হুকের সঙ্গে রশি জড়িয়ে মেয়েকে নিয়ে আত্মহত্যা করেন প্রিয়া। পরে বিল থেকে ফিরে স্ত্রী সন্তানকে দেখতে না পেয়ে ডাকাডাকি করেন কনার। একপর্যায়ে ঘরের জানালা দিয়ে তিনি স্ত্রী সন্তানকে ঝুলে থাকতে দেখে চিৎকার দেন। তখন প্রতিবেশীরা এসে মরদেহ নামিয়ে আনেন।

পুলিশের ধারণা স্বামীর ওপর অভিমান করে প্রথমে শিশু মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে নিজে গলায় ফাঁস দেন প্রিয়া।

মামলার বাদীর দাবি, প্রিয়া মণ্ডল অন্তঃসত্ত্বা ছিলেন। প্রতিবেশী এক নারীসহ একাধিক নারীর সঙ্গে পরকীয়া চলছিল কণারের। এতে বাধা দেওয়ায় প্রিয়াকে প্রায় নির্যাতন করতেন কণার। স্বামীকে ফেরাতে না পেরে শিশু মেয়ে ও অনাগত সন্তানকে নিয়ে জীবন দিয়েছেন প্রিয়া।

মনিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, এই ঘটনায় কলেজশিক্ষকের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওই গৃহবধূ অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত