কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় পাখি পোষার অভিযোগে বাপ্পি ইসলাম (১৫) নামে এক কিশোরকে হেনস্তা করেছেন বন বিভাগের কর্মকর্তা। বাপ্পি কুষ্টিয়া সদর উপজেলার নগর মোহাম্মদপুর এলাকার রবিউল ইসলামের ছেলে। পেশায় মোটরসাইকেল মেকানিক।
বাপ্পির অভিযোগ, কুষ্টিয়া বন বিভাগের বন কর্মকর্তা আব্দুল হামিদ এবং তাঁর স্ত্রীর বড় ভাই তাঁর দোকানে গাড়ি পরিষ্কারসহ খুঁটিনাটি কাজ করাতে আসতেন। কিন্তু তাঁরা কোনো সময় ঠিকমতো মজুরি পরিশোধ করতেন না। এ নিয়ে প্রতিবাদ করলে বাপ্পি ওপর ক্ষিপ্ত হন আব্দুল হামিদ।
পোষার জন্য গত ১ ডিসেম্বর গ্যারেজের পাশের একটি কাঁঠাল গাছ থেকে দুটি ঘুঘুর বাচ্চা ধরেন বাপ্পি। বিষয়টি জানতে পেরে বাপ্পিকে পাখি ব্যবসায়ী আখ্যায়িত করে ধরে নিয়ে যান বন কর্মকর্তা আব্দুল হামিদ। বাপ্পিকে বিভিন্ন মামলায় জেলে পাঠানোর হুমকি দেন হামিদ। একপর্যায়ে বাপ্পিকে ছেড়ে দেওয়ার জন্য পাঁচ হাজার টাকা দাবি করেন। এই খবর শুনে বাপ্পি স্বজন এবং স্থানীয়রা গিয়ে চাপ সৃষ্টি করলে মুচলেকা নিয়ে বাপ্পিকে ছেড়ে দেন তিনি।
বাপ্পি বলেন, ‘আমি ছোটখাটো মোটরসাইকেল মেকানিক। বন বিভাগের ওই কর্মকর্তা তাঁর ব্যক্তিগত শত্রুতা মেটাতে আমাকে হেনস্তা করার জন্য তাঁর অফিসে ধরে নিয়ে গিয়ে কয়েক ঘণ্টা আটকে রাখে।’
বাপ্পি বাবা রবিউল ইসলাম বলেন, ‘সে সরকারি চাকরি করার ক্ষমতা দেখিয়ে এলাকার বিভিন্ন মানুষকে নানাভাবে হয়রানি করে। এভাবে সে টাকা আদায় করে। আমার ছেলেকে সে অকারণে ধরে নিয়ে গিয়ে আটকে রাখে। তাকে ছেড়ে দেওয়ার জন্য টাকা দাবি করে। টাকা না দিলে আমার ছেলের নামে পাখি পাচারকারী এবং গাছ চুরির মামলা দেওয়া হুমকি দিতে থাকে।’
রবিউল ইসলাম বলেন, ‘আমার ছেলে কোনো অন্যায় করেনি। তাই টাকা দিব কেন বলে প্রতিবাদ করলে অনেকক্ষণ আটকে রেখে আমার ছেলেকে ছেড়ে দেয়।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া বন বিভাগের বন কর্মকর্তা আব্দুল হামিদ বাপ্পিকে আটকে রাখার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বন্যপ্রাণী ধরা অপরাধ। তাই তাকে ধরেছিলাম, পরে অভিভাবকেরা ভুল স্বীকার করায় তাকে ছেড়ে দেই। এখন তারা মিথ্যা পাল্টা অভিযোগ করছেন।’
কুষ্টিয়ায় পাখি পোষার অভিযোগে বাপ্পি ইসলাম (১৫) নামে এক কিশোরকে হেনস্তা করেছেন বন বিভাগের কর্মকর্তা। বাপ্পি কুষ্টিয়া সদর উপজেলার নগর মোহাম্মদপুর এলাকার রবিউল ইসলামের ছেলে। পেশায় মোটরসাইকেল মেকানিক।
বাপ্পির অভিযোগ, কুষ্টিয়া বন বিভাগের বন কর্মকর্তা আব্দুল হামিদ এবং তাঁর স্ত্রীর বড় ভাই তাঁর দোকানে গাড়ি পরিষ্কারসহ খুঁটিনাটি কাজ করাতে আসতেন। কিন্তু তাঁরা কোনো সময় ঠিকমতো মজুরি পরিশোধ করতেন না। এ নিয়ে প্রতিবাদ করলে বাপ্পি ওপর ক্ষিপ্ত হন আব্দুল হামিদ।
পোষার জন্য গত ১ ডিসেম্বর গ্যারেজের পাশের একটি কাঁঠাল গাছ থেকে দুটি ঘুঘুর বাচ্চা ধরেন বাপ্পি। বিষয়টি জানতে পেরে বাপ্পিকে পাখি ব্যবসায়ী আখ্যায়িত করে ধরে নিয়ে যান বন কর্মকর্তা আব্দুল হামিদ। বাপ্পিকে বিভিন্ন মামলায় জেলে পাঠানোর হুমকি দেন হামিদ। একপর্যায়ে বাপ্পিকে ছেড়ে দেওয়ার জন্য পাঁচ হাজার টাকা দাবি করেন। এই খবর শুনে বাপ্পি স্বজন এবং স্থানীয়রা গিয়ে চাপ সৃষ্টি করলে মুচলেকা নিয়ে বাপ্পিকে ছেড়ে দেন তিনি।
বাপ্পি বলেন, ‘আমি ছোটখাটো মোটরসাইকেল মেকানিক। বন বিভাগের ওই কর্মকর্তা তাঁর ব্যক্তিগত শত্রুতা মেটাতে আমাকে হেনস্তা করার জন্য তাঁর অফিসে ধরে নিয়ে গিয়ে কয়েক ঘণ্টা আটকে রাখে।’
বাপ্পি বাবা রবিউল ইসলাম বলেন, ‘সে সরকারি চাকরি করার ক্ষমতা দেখিয়ে এলাকার বিভিন্ন মানুষকে নানাভাবে হয়রানি করে। এভাবে সে টাকা আদায় করে। আমার ছেলেকে সে অকারণে ধরে নিয়ে গিয়ে আটকে রাখে। তাকে ছেড়ে দেওয়ার জন্য টাকা দাবি করে। টাকা না দিলে আমার ছেলের নামে পাখি পাচারকারী এবং গাছ চুরির মামলা দেওয়া হুমকি দিতে থাকে।’
রবিউল ইসলাম বলেন, ‘আমার ছেলে কোনো অন্যায় করেনি। তাই টাকা দিব কেন বলে প্রতিবাদ করলে অনেকক্ষণ আটকে রেখে আমার ছেলেকে ছেড়ে দেয়।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া বন বিভাগের বন কর্মকর্তা আব্দুল হামিদ বাপ্পিকে আটকে রাখার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বন্যপ্রাণী ধরা অপরাধ। তাই তাকে ধরেছিলাম, পরে অভিভাবকেরা ভুল স্বীকার করায় তাকে ছেড়ে দেই। এখন তারা মিথ্যা পাল্টা অভিযোগ করছেন।’
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
১ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫