Ajker Patrika

দৌলতপুরে দুই দেবরের লাঠির আঘাতে ভাবির মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ২০: ৪৪
দৌলতপুরে দুই দেবরের লাঠির আঘাতে ভাবির মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে দুই দেবরের বিরুদ্ধে ভাবিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরগাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি এসএম জাবীদ হাসান।

নিহত ওই নারীর নাম নাজমা আক্তার (৩৫)। তিনি দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোবরগাড়া গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ, নিহত নারীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে পৈতৃক জমি ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে গিয়াস উদ্দিনের সঙ্গে তাঁর ছোট ভাই শাহীন ও তুহিনের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে শাহীন ও তুহিন বাঁশ দিয়ে গিয়াস উদ্দিনের স্ত্রী নাজমা আক্তারের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নাজমা আক্তারের মৃত্যু হয়।

দৌলতপুর থানার ওসি এসএম জাবীদ হাসান আজকের পত্রিকাকে বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে দেবরদের লাঠির আঘাতে ভাবির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত