Ajker Patrika

মেহেরপুরে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল সিটি ব্যাংক এজেন্টের

প্রতিনিধি, মেহেরপুর
মেহেরপুরে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল সিটি ব্যাংক এজেন্টের

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারে সিটি ব্যাংকের এজেন্ট খাদেমুল ইসলামকে (৩৫) গুলি করে টাকা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরে গাংনী হাসপাতালে নেওয়ার পথে মারা যায় খাদেমুল। তিনি সিটি ব্যাংকের একটি এজেন্ট শাখার ম্যানেজার ছিল। নিহত খাদেমুল ইসলাম মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে। 

জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে খাদেমুল মেহেরপুর প্রধান এজেন্ট শাখা থেকে টাকা নিয়ে মোটরসাইকেলে করে গাংনী যাচ্ছিল। এ সময় সদর উপজেলা খোকসা গ্রামের মাঠের মধ্যে দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। খাদেমুল চিৎকার দিলে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে চড়ে পালিয়ে গেছে। তাঁদের মাথায় হেলমেট ছিল। ধারণা করা হচ্ছে, শহর থেকেই তাঁকে অনুসরণ করে আসছিল দুর্বৃত্তরা। 

স্থানীয়দের অভিযোগ, ঘটনার পরপরই পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় দীর্ঘ সময় পরে। ব্যাংক কর্মকর্তা গুলিতে আহত হলে স্থানীয়রা প্রথমে তাঁকে মুজিবনগর হাসপাতালে ও পরে সেখান থেকে গাংনী হাসপাতালে নেওয়া হয়। তিনি অক্সিজেন সাপোর্টের কথা বললেও হাসপাতালের কর্মরত চিকিৎসকেরা তাঁকে অক্সিজেন সাপোর্ট না দিয়ে প্রাথমিক চিকিৎসা শেষ করে কুষ্টিয়া হাসপাতালে পাঠানো করে। এ সময় তাঁর মৃত্যু হয়। 

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে দ্রুত সঠিক চিকিৎসা পেলে হয়তো তাকে বাঁচানো যেত। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে অভিযানে নেমেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত