Ajker Patrika

৪ নৈশপ্রহরীকে বেঁধে রেখে দোকান ডাকাতি, একজনের মৃত্যু

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৬: ০০
৪ নৈশপ্রহরীকে বেঁধে রেখে দোকান ডাকাতি, একজনের মৃত্যু

যশোরের ঝিকরগাছায় চার নৈশপ্রহরীকে বেঁধে রেখে ব্যাটারির দোকানে ডাকাতির ঘটনায় আব্দুস সামাদ নামে একজন মারা গেছেন। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের রাজাপট্টির ব্যাটারির দোকানে এ ঘটনা ঘটে।

মৃত সামাদ (৭০) উপজেলার বেড়েলা গ্রামের তুরফান মোড়লের ছেলে। 

ঝিকরগাছা অটো ইলেকট্রিক্যাল ওয়ার্কশপের মালিক খাইরুল ইসলাম বলেন, ‘রাত ২টা ৪৭ মিনিটে মোবাইল ফোনে নৈশপ্রহরী সুপারভাইজার সুকুমার বিশ্বাস জানান, দোকানে ডাকাতি হয়েছে। তাৎক্ষণিক দোকানে গিয়ে দেখি শাটারের চারটি তালা ভেঙে নতুন ১৫টি ও পুরোনো ১১টি ব্যাটারি নিয়ে গেছে ডাকাতের দল, যার মূল্য আনুমানিক আড়াই লাখ টাকা। একই সময়ে পাশের আরও তিনটি দোকানের তালা ভাঙা হয়। তবে দোকানগুলো ফার্নিচারের হওয়ায় কোনো কিছু চুরি হয়নি।’ 

এ বিষয়ে ঝিকরগাছা বণিক সমিতির সাধারণ সম্পাদক শামসুর রহমান বলেন, ঘটনার রাতে ১৯ জন নৈশপ্রহরীর সঙ্গে নিজস্ব প্রহরী ও পুলিশ টহল থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ ব্যবসায়ীরা।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, ঘটনাস্থলের একই জায়গায় শফি হোটেলের সামনে টহল পুলিশ পৌঁছে দেখে চার নৈশপ্রহরীর নাক-মুখে কালো স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় রয়েছেন। এ সময় তাঁদের উদ্ধার করে আহতাবস্থায় আব্দুস সামাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আব্দুস সামাদকে মৃত ঘোষণা করেন। তাঁর কপালে আঘাতের চিহ্ন রয়েছে।

নৈশপ্রহরী সুপারভাইজার সুকুমার বিশ্বাসের উদ্ধৃতি দিয়ে ওসি জানান, চার-পাঁচজনের ডাকাতদল একটি ট্রাক নিয়ে ঝিকরগাছা অটো ইলেকট্রিক্যাল ওয়ার্কশপের সামনে আসে। পরে শফি হোটেলের সামনে চার নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে এবং নতুন ও পুরোনো ব্যাটারিগুলো ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়। 

সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) জুয়েল ইমরান বলেন, ডাকাতদের আটক করতে এরই মধ্যে পুলিশ, ডিবি, পিবিআইসহ যশোর পুলিশের সব ইউনিট একযোগে কাজ করছে। খুব দ্রুত আসামিদের আটক করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত