Ajker Patrika

বাইক চুরি করে বিক্রয় ডটকমে বিজ্ঞাপন, গ্রেপ্তার ৯

কুষ্টিয়া প্রতিনিধি
বাইক চুরি করে বিক্রয় ডটকমে বিজ্ঞাপন, গ্রেপ্তার ৯

কুষ্টিয়ায় মোটরসাইকেল চুরি করে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বিক্রির চেষ্টা করার সময় আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। 

রোববার (৪ জুন) দিনব্যাপী অভিযান চালিয়ে ঝিনাইদহ এবং চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। রোববার রাত ১০টার দিকে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খায়রুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। 

গ্রেপ্তারকৃতরা হলেন—চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার এনায়েতপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৩) শ্রীপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে আলমগীর হোসেন (২২), নান্দবাদ গ্রামের হাসমত উল্লাহর ছেলে সোহেল রানা (২২), ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দলিলপুর গ্রামের বশির আহম্মেদের ছেলে আব্দুর রহমান (২৯), একই গ্রামের আরব আলীর ছেলে রাব্বী হোসেন (২০), ধলহরা গ্রামের ফরহাদের হোসেনের ছেলে নুর ইসলাম (২৮), রামচন্দ্রপুর গ্রামের সিরাজ উদ্দিন মল্লিকের ছেলে তাছের আলী মল্লিক (৩৮), বাজারপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে রাজন পারভেজ (২৭) এবং ধাওড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাকিব হোসেন (২০)। আটকের পর তাঁদের হেফাজত থেকে একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। 

এ বিষয়ে পুলিশ সুপার খাইরুল আলম বলেন, গত ১৭ এপ্রিল মধ্যরাতে কুষ্টিয়ার ভেড়ামারা রথপাড়া এলাকার তন্ময় নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোরচক্র। এই ঘটনায় তন্ময় ভেড়ামারা থানায় একটি মামলা করেন। এই ঘটনার কয়েক দিন পর রাব্বির ফেসবুক আইডির মাধ্যমে বিক্রয় ডটকমের পেজে ওই মোটরসাইকেলটি বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়। বিষয়টি পুলিশের নজরে এলে প্রযুক্তির সহায়তায় প্রথমে রাব্বীকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যমতে, এই ঘটনায় জড়িত বাকি ৮ জনকে আটক করা হয়। চুরি হওয়া মোটরসাইকেলটিও তাঁদের হেফাজত থেকে জব্দ করা হয়েছে। 

পরে আটক নয়জনকে ভেড়ামারা থানার মোটরসাইকেল চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত