Ajker Patrika

বিশ্ববিদ্যালয়ের স্টিকার লাগানো গাড়িতে ফেনসিডিল উদ্ধার, আটক ২

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৫: ৫৪
বিশ্ববিদ্যালয়ের স্টিকার লাগানো গাড়িতে ফেনসিডিল উদ্ধার, আটক ২

কুষ্টিয়ার কুমারখালীতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টিকার লাগানো মাইক্রোবাস থেকে আট বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল রেলগেট এলাকায় মাইক্রোবাসটি থেকে এই ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়ির চালকসহ দুজনকে আটক করা হয়েছে এবং জব্দ করা হয়েছে স্টিকার লাগানো গাড়িটি।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা হলেন উপজেলা শিবরামপুর গ্রামের ইসলাম শেখের ছেলে মো. উজ্জ্বল (৩৫) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দনুসারা গ্রামের বেলাল হোসেনের ছেলে মো. রাসেল মিয়া (২৮)। পুলিশ রাতে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। মামলা নম্বর ১৯। উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টিকার লাগানো গাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশপুলিশ সূত্রে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের নন্দলালপুর ইউনিয়নের পুরোনো চড়াইকোলে অভিযান চালানো হয়। অভিযানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টিকার লাগানো একটি নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-৫৩-৪৩৪২) থেকে ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় গাড়ির চালকসহ দুজনকে আটক এবং গাড়িটি জব্দ করা হয়। 

এ বিষয়ে কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাইক্রোবাস থেকে আট বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়েছে। গাড়িতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টিকার লাগানো রয়েছে। গাড়ির প্রকৃত মালিকের খোঁজখবর নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত