Ajker Patrika

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি
আপডেট : ৩০ জুন ২০২২, ২২: ০৭
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

খুলনা মোল্যা জুলকার নাঈম মুন্না (৩৮) নামে এক ব্যবসায়ী গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাত পৌনে ৯টায় দিকে মহানগরীর মুজগুন্নী বাসস্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটেছে।

নিহত ব্যবসায়ীর দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সুগন্ধি গ্রামের সোহরাব মোল্যার ছেলে। সেনহাটি বাজার কমিটির সাধারণ সম্পাদক তিনি।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, নিহত মুন্না বিভিন্ন প্রতিষ্ঠানে ঠিকাদারি করতেন। তিনি খুলনার মুজগুন্নী কাজি বাড়ির নানা বাড়িতে থাকতেন। সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় তিনি। রাত সাড়ে ৮টার দিকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ওই সময়ে মুজগুন্নী বাসস্ট্যান্ডের সামনে পৌঁছালে সামনে থেকে আসা দুজন যুবক খুব কাছ থেকে গুলি করে তাঁকে। এ সময় একটি গুলি তাঁর বাম চোয়ালে লাগে। ঘটনাস্থলে তিনি লুটিয়ে পড়েন। এরপর জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য পরপর দুইটি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এরপর পলিয়ে যায় তারা। পরে স্বজনেরা তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ আটক হয়নি বলে জানান ওসি। 

নিহত মুন্না দিঘলিয়ার সেনহাটী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক গাজী আ. হালিম হত্যা মামলার চার্জশিটভুক্ত অন্যতম আসামি ছিলেন। তাঁর নামে দিঘলিয়া থানাসহ খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

শিবিরের বট আইডির অ্যাটাক আমিও কম খাই নাই: শিবির প্যানেলের প্রার্থী জুমা

নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলি, এক শ্রমিক নিহত

পাকিস্তানকে সমর্থন করায় ভারত এসসিওর সদস্যপদ আটকে দেয়: আজারবাইজান

দেশে চালু হলো ৫-জি নেটওয়ার্ক, কী কী সুবিধা মিলবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত