ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক নবীন শিক্ষার্থীকে র্যাগিংয়ের নামে মানসিক নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টার কাছে অভিযোগ দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে দেওয়া অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ রোববার তদন্ত কমিটি গঠন করেছে।
বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের নবীন শিক্ষার্থী তাহমিন ওসমান এই অভিযোগ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইতিমধ্যে উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর অনুলিপি পাঠিয়ে দিয়েছি। একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।’
লিখিত অভিযোগে বলা হয়, “পরিচয়পর্ব শেখানোর নামে বিভিন্নভাবে নির্যাতন করা হয়। গত ২ সেপ্টেম্বর কয়েকজন সিনিয়র জিমনেশিয়ামের পেছনে নিয়ে পরিচয় কীভাবে দিতে হবে তা শেখানো শুরু করে। হাত-পা সোজা থাকতে হবে এ রকম নির্দেশ। কিন্তু আমার হাত একটু মুঠ করায় তারা বলে, ‘তোর কী আমাদের থাপড়াইতে ইচ্ছে করছে?”
লিখিত অভিযোগে আরও বলা হয়, “একদিন আবার সন্ধ্যায় সাদ্দাম হলের সামনে সবার দিকে তাকিয়ে সালাম দিতে না পারায় মিজানুর ইমন আমাকে বলেন, ‘তুই শুধু ওদের দিকে তাকিয়েই সালাম দিলি। আমাদের দিকে তাকালি না। এর মানে শুধু ওরাই তোর বড় ভাই আর আমরা তো চু..র ভাই।”
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, “পরদিন ৩ সেপ্টেম্বর বিভাগের ক্রিকেট খেলা ছিল বিকেলে। খেলার মাঠে যেতে আমার দেরি হয়। খেলা শেষে শুভ ও সাকিব ভাই আমাকে জিমনেশিয়ামের সামনে নিয়ে জিজ্ঞাসা করেন আসতে কেন দেরি করেছি। দেরি করার কারণে তারা মানসিক নির্যাতন শুরু করে। তাঁরা বলেন, ‘যদি আমাদের কথা না মানিস। তোকে ব্যাচ আউট করে দেওয়া হবে।”
নবীন শিক্ষার্থী র্যাগিং-কাণ্ডে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন সাইফুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সেলিনা নাসরিন, আইন প্রশাসক অধ্যাপক ড. আনিসুর রহমান ও সহকারী প্রক্টর মিথুন বৈরাগী। এ ছাড়া কমিটিতে সদস্যসচিব হিসেবে আছেন উপ-রেজিস্ট্রার আলিবুদ্দিন খান। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মিজানুর ইমন, শুভ, পুলক ও সাকিব। তাঁরা সবাই একই বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থী।
এ বিষয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শিমুল রায় আজকের পত্রিকাকে বলেন, ‘প্রশাসনে অভিযোগের পর ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। যেহেতু প্রশাসনে অভিযোগ দেওয়া হয়েছে, সে ক্ষেত্রে প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নেবে।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক নবীন শিক্ষার্থীকে র্যাগিংয়ের নামে মানসিক নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টার কাছে অভিযোগ দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে দেওয়া অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ রোববার তদন্ত কমিটি গঠন করেছে।
বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের নবীন শিক্ষার্থী তাহমিন ওসমান এই অভিযোগ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইতিমধ্যে উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর অনুলিপি পাঠিয়ে দিয়েছি। একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।’
লিখিত অভিযোগে বলা হয়, “পরিচয়পর্ব শেখানোর নামে বিভিন্নভাবে নির্যাতন করা হয়। গত ২ সেপ্টেম্বর কয়েকজন সিনিয়র জিমনেশিয়ামের পেছনে নিয়ে পরিচয় কীভাবে দিতে হবে তা শেখানো শুরু করে। হাত-পা সোজা থাকতে হবে এ রকম নির্দেশ। কিন্তু আমার হাত একটু মুঠ করায় তারা বলে, ‘তোর কী আমাদের থাপড়াইতে ইচ্ছে করছে?”
লিখিত অভিযোগে আরও বলা হয়, “একদিন আবার সন্ধ্যায় সাদ্দাম হলের সামনে সবার দিকে তাকিয়ে সালাম দিতে না পারায় মিজানুর ইমন আমাকে বলেন, ‘তুই শুধু ওদের দিকে তাকিয়েই সালাম দিলি। আমাদের দিকে তাকালি না। এর মানে শুধু ওরাই তোর বড় ভাই আর আমরা তো চু..র ভাই।”
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, “পরদিন ৩ সেপ্টেম্বর বিভাগের ক্রিকেট খেলা ছিল বিকেলে। খেলার মাঠে যেতে আমার দেরি হয়। খেলা শেষে শুভ ও সাকিব ভাই আমাকে জিমনেশিয়ামের সামনে নিয়ে জিজ্ঞাসা করেন আসতে কেন দেরি করেছি। দেরি করার কারণে তারা মানসিক নির্যাতন শুরু করে। তাঁরা বলেন, ‘যদি আমাদের কথা না মানিস। তোকে ব্যাচ আউট করে দেওয়া হবে।”
নবীন শিক্ষার্থী র্যাগিং-কাণ্ডে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন সাইফুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সেলিনা নাসরিন, আইন প্রশাসক অধ্যাপক ড. আনিসুর রহমান ও সহকারী প্রক্টর মিথুন বৈরাগী। এ ছাড়া কমিটিতে সদস্যসচিব হিসেবে আছেন উপ-রেজিস্ট্রার আলিবুদ্দিন খান। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মিজানুর ইমন, শুভ, পুলক ও সাকিব। তাঁরা সবাই একই বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থী।
এ বিষয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শিমুল রায় আজকের পত্রিকাকে বলেন, ‘প্রশাসনে অভিযোগের পর ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। যেহেতু প্রশাসনে অভিযোগ দেওয়া হয়েছে, সে ক্ষেত্রে প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নেবে।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৪ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫