Ajker Patrika

চুরির অভিযোগে মধ্যবয়সী নারীকে হাত-পা বেঁধে নির্যাতন

প্রতিনিধি
চুরির অভিযোগে মধ্যবয়সী নারীকে হাত-পা বেঁধে নির্যাতন

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে চুরির অভিযোগে মধ্যবয়সী এক নারীকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে ফকিরহাট উপজেলা সদরের ফকিরহাট বাজারে এই নির্যাতনের ঘটনা ঘটে। ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ। একজন নারীকে এভাবে নির্যাতন করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, লিটন মার্কেটে একটি কাপড়ের দোকানে চুরির অভিযোগ এনে ওই নারীকে পিঠমোড়া দিয়ে বেঁধে মারধর করা হয়। মারধরের সময় ওই নারী বারবার পা ধরে বলছিলেন, আমি চুরি করিনি, আমি কাপড় কিনতে এসেছি। এমন আকুতি-মিনতিতেও মন গলেনি দোকান মালিক জাহিদের।

ফকিরহাট থানার ওসি আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, চুরির অভিযোগে এক নারীকে বেঁধে রাখার খবর পেয়ে আমরা ওই নারীকে উদ্ধার করেছি। ওই নারী এখন পুলিশের হেফাজতে রয়েছেন। অভিভাবকরা এলে তাঁদের কাছে তাঁকে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ লাশ তুলে পুড়িয়ে দিল বিক্ষুব্ধরা, আহত অর্ধশত

পবায় মাইকে স্লোগান দিয়ে খানকা ভাঙচুর, নীরব ছিল দুই গাড়ি পুলিশ

২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও গণঅধিকারকে নিষিদ্ধ করতে হবে: শামীম পাটোয়ারী

গোয়ালন্দে পিরের আস্তানায় হামলায় ১ জন নিহত, আশঙ্কাজনক ৫

ভারত-যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন রণক্ষেত্র ‘টুথপেস্ট’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত