Ajker Patrika

যৌন নিপীড়নের বিরুদ্ধে খুলনা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

খুবি প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৬: ০৬
যৌন নিপীড়নের বিরুদ্ধে খুলনা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক ছাত্রীর সঙ্গে ঘটে যাওয়া যৌন নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ‘যৌন নিপীড়নের সুষ্ঠু বিচার, ভুক্তভোগীর অধিকার’ স্লোগান সামনে রেখে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা এমন ন্যক্কারজনক ঘটনারতদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি করেন। ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে ব্যাপারে সবার সহযোগিতা চান শিক্ষার্থীরা। 

মানববন্ধনে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী মো. মুশফিকুর রহমান বলেন, ‘এ ঘটনায় আমরা ইতিমধ্যে থানায় মামলা করেছি। আমরা এর সঠিক বিচার চাই। মামলায় লড়তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পূর্ণ সহযোগিতা দাবি করছি। এ রকম ঘটনা ঘটে যাওয়ার দায়ভার আমাদের সবার। সব ধরনের যৌন নিপীড়নের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিচ্ছি। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পূর্ণ সহযোগিতা কামনা করছি।’ 

মানববন্ধনে আরেক শিক্ষার্থী তাফান্নুম সাদাফ বলেন, ‘বাংলাদেশে এ ধরনের ঘটনায় প্রায়ই দেখা যায় যে মূল সত্যটাকে আড়াল করা হয়। এখানে দাঁড়ানোর মূল কারণ ক্যাম্পাসের সবাইকে সঠিক তথ্য জানানো। কারণ, বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগীকে নানাভাবে দোষী করা হচ্ছে। এমনকি ভুক্তভোগীর বাবাকেও হুমকি দেওয়া হচ্ছে। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার চাই।’ 

বক্তারা আরও বলেন, ‘আমাদের বোনের সঙ্গে যে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে, এর তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে উক্ত ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করছি। বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের সর্বোচ্চ ভূমিকা নিশ্চিতকরণের দাবি জানাই। একই সঙ্গে উক্ত ঘটনার পুনরাবৃত্তি রোধে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ 

উল্লেখ্য, গত শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের এক ছাত্রের বিরুদ্ধে গোপনে এক ছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করার অভিযোগ ওঠে। গত মঙ্গলবার ভোররাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাঁকে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত ও আটক করেন। এরপর তাঁকে গণপিটুনি দেওয়া হয়। তাঁকে বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আটকে রাখেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালকের হস্তক্ষেপে অভিযুক্তকে হল থেকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে নিয়ে আসা হয়। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে অভিযুক্ত শিক্ষার্থীকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত বুধবার ভুক্তভোগী ছাত্রী ও তাঁর সহপাঠীরা অভিযুক্তের বিরুদ্ধে হরিণটানা থানায় মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত