Ajker Patrika

নৌকা ভ্রমণ: আনন্দের নামে চলছে অশ্লীলতা   

প্রতিনিধি, কুমারখালী (কুষ্টিয়া) 
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১২: ৫৩
নৌকা ভ্রমণ: আনন্দের নামে চলছে অশ্লীলতা   

বর্ষা মৌসুম এলেই কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই ও পদ্মা নদীতে দেখা মেলে নৌকাভ্রমণের দৃশ্য। এ সময় প্রতিদিনই ছোট-বড় অসংখ্য ভ্রমণ নৌকা চলে নদীতে। কিন্তু নৌকা ভ্রমণের নামে নদীতে বাজানো হয় অতিরিক্ত শব্দে ডিজে সাউন্ড বক্স। 

হিন্দি ও ডিজে গানের তালে তালে চলে অশ্লীল নৃত্য, অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবন। এতে নারী, পুরুষ, হিজড়া, শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। তবে এ বিষয়ে প্রশাসনের কোনো  অভিযান বা তৎপরতা দেখা যায়নি।

ফলে নৌকাভ্রমণের নামে অপসংস্কৃতির চর্চা, শব্দদূষণ, মাদকের উপদ্রব বৃদ্ধি, ধর্ষণ ও যৌন নিপীড়নের  শিকার, ভয়াবহ নৌ দুর্ঘটনাসহ নানান অভিযোগ রয়েছে নদীপারের বাসিন্দা ও স্থানীয় সচেতন ব্যক্তিদের।

গতকাল বৃহস্পতিবার বিকেলে কুমারখালীর শিলাইদহ পদ্মা নদীর নৌকাঘাট, গড়াই নদীর যদুবযরা নৌকাঘাট, ইকোপার্ক, খোকসা উপজেলার নৌকাঘাটসহ আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, প্রায় ৩০ মিনিট পরপর চলছে ছোট-বড় ভ্রমণ নৌকা। 

নৌকাগুলো বিভিন্ন ভঙ্গিতে সাজানো। প্রতিটি নৌকায় ৫০ থেকে ৭০ জন ভ্রমণপিপাসী। হিন্দি ও ডিজে গানের তালেতালে চলছে নারী, পুরুষ ও হিজড়াদের অশ্লীল নৃত্য। পরনে তাদের দৃষ্টিকটু পোশাক।

কুমারখালী উপজেলার গড়াই ইকোপার্ক সংলগ্ন গড়াই নদী থেকে তোলানাম প্রকাশে অনিচ্ছুক নদীপারের একাধিক ব্যক্তি বলেন, নৌকাভ্রমণের নামে চলে নানান অসামাজিক কার্যকলাপ। দিনরাত মাত্রাতিরিক্ত শব্দে সাউন্ড বক্স বাজিয়ে চলে নৌকা। দেখা যায় কথিত নর্তকী, যৌনকর্মী ও হিজড়াদের অশ্লীল নৃত্য ও মাদক সেবন। মূলত মোটা অঙ্কের টাকায় তারা এ নৃত্য করে। 

বাসিন্দারা আরও বলেন, দিনে নৃত্যের মাধ্যমে ‘আনন্দ’ দিলেও রাতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় অনেকেই। যেকোনো সময় ধর্ষণ, যৌননিপীড়ন , নৌকাডুবি, হানাহানিসহ নানান অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে কুমারখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিক বলেন, নৌকাভ্রমণ আনন্দদায়ক। কিন্তু কিছু উঠতি বয়সী ছেলেমেয়ে ভ্রমণটাকে নষ্ট করছে। ভ্রমণের নামে তাঁরা অশ্লীল নৃত্য ও অসামাজিক কার্যকলাপ চালায়। এ বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানো উচিত।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, নৌপথে অভিযানের জন্য নৌপুলিশ রয়েছে। তবুও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত