Ajker Patrika

গাংনীতে পিস্তলের গুলিসহ ভিডিপি সদস্য গ্রেপ্তার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১৪: ২৭
গাংনীতে পিস্তলের গুলিসহ ভিডিপি সদস্য গ্রেপ্তার

মেহেরপুরের গাংনীতে এক রাউন্ড পিস্তলের গুলিসহ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য মিল্টন হোসেনকে (১৯) গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। গতকাল বুধবার দিবাগত রাতে গাংনী হাসপাতালের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে আরও একটি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তল জব্দ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত মিল্টন হোসেন কাথুলী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামের সাহাবুদ্দীনের ছেলে। তিনি গাংনী পরিবার পরিকল্পনা অফিসে নিরাপত্তার দায়িত্ব পালন করতেন। 

এ বিষয়ে গাংনী উপজেলা আনসার ও ভিডিপি অফিসার জি এম শাওন বলেন, মিল্টন হোসেন ভিডিপির সদস্য। তিনি গাংনী পরিবার পরিকল্পনা অফিসে নিরাপত্তার দায়িত্ব পালন করতেন। কয়েক দিন আগে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন তিনি। 

র‍্যাব-১২-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিপিসি-মেহেরপুর) মো. আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদে জানতে পারি, গাংনী শহরের ঝিনিরপুলপাড়া এলাকার একটি ঝোপের মধ্যে পিস্তল রয়েছে। এমন সংবাদে ওই এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। 

অন্যদিকে, গাংনী হাসপাতালের সামনে থেকে এক রাউন্ড পিস্তলের গুলিসহ মিল্টন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই অস্ত্র আইনে মামলা দিয়ে তাঁকে গাংনী থানায় সোপর্দ করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত