Ajker Patrika

ফেসবুকে প্রেম, মাইক্রোবাস নিয়ে যুবককে অপহরণ করলেন নারী 

বাগেরহাট প্রতিনিধি
ফেসবুকে প্রেম, মাইক্রোবাস নিয়ে যুবককে অপহরণ করলেন নারী 

ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর বন্ধুত্ব থেকে প্রেম হয় এক যুবক ও নারীর। এরপর ১৬ ফেব্রুয়ারি নিজের জন্মদিন দাবি করে যুবকের কাছে উপহার চান ওই নারী। সেই উপহার নিতে যুবকের বাড়িতে মাইক্রোবাস করে যান তিনি। এ সময় যুবক উপহার দিতে এলে তাঁকে গাড়িতে তুলে হাত–পা বেঁধে অপহরণ করা হয়। ওই দিন রাতেই যুবকের স্বজনদের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনার একদিন পরই অপহৃত ওই যুবককে উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল শনিবার গভীর রাতে বাগেরহাটে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহৃত যুবককে উদ্ধার ও এই অপহরণকারী চক্রের ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের নামে মামলা দিয়ে আজ রোববার আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সৈয়দ আল হারুণ (২০), মো. তানিম হোসেন (২৩), সুজন শেখ (২৫), মো. ডালিম ফরাজী (২০), মো. সুজন শেখ (২০) ও সেলিম মীর (৫৫)। এদের বাড়ি বাগেরহাট ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়। 

অপহৃত যুবকের নাম রবিউল শেখ স্বাধীন (২৪)। তিনি বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার বাসিন্দা। সরকারি পিসি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী তিনি। 

পুলিশ জানায়, স্বাধীনের সঙ্গে শারমিন আক্তার শিলা নামের এক নারীর ফেসবুকে পরিচয় হয়। এক সময় তাঁদের মধ্যে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয়। ওই নারী নিজের জন্মদিন ১৬ ফেব্রুয়ারি দাবি করে স্বাধীনের কাছে উপহার চান। সেই উপহার নিতে ওই দিন রাতেই মাইক্রোবাস নিয়ে যাত্রাপুর এলাকায় রবিউলের বাড়ির সামনে আসেন শিলা। সেখানে রবিউলকে মাইক্রোবাসে উঠতে বলেন শিলা। এ সময় রবিউল গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে ভেতরে থাকা অপহরণকারীরা তাঁর হাত-পা বেঁধে ফেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া নিয়ে যায়। 

ওই রাতেই রবিউলের মোবাইল ফোন থেকে তাঁর পরিবারকে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। রবিউলের বাবা থানায় অভিযোগ করলে, পুলিশ তাঁকে উদ্ধার করতে অভিযান শুরু করে। 

অভিযান চালিয়ে গতকাল শনিবার গভীর রাতে চিতলমারী উপজেলার শৈলদাহ গুচ্ছগ্রাম থেকে অপহৃতকে উদ্ধার করা হয় এবং পরে একই রাতে পিরোজপুর জেলার নাজিরপুর এলাকা থেকে ৬ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান বলেন, ‘আমরা রবিউলকে উদ্ধার ও অপহরণের সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছি। এই চক্রের সঙ্গে আরও কিছু লোক জড়িত রয়েছেন। যারা বিভিন্ন সহজ সরল মানুষকে ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়ের চেষ্টা করেন। এই চক্রের সঙ্গে আরও যারা জড়িত রয়েছে তাঁদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’ 

সোশ্যাল মিডিয়া ব্যবহার করে প্রেমের সম্পর্ক করার ক্ষেত্রে সবাইকে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত