প্যারোলে মুক্তি পেয়েছেন ধর্ষণ ও খুনের দায়ে ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ধর্মীয় নেতা গুরমিত রাম রহিম সিং। কারাগার থেকে বের হয়েই আজ বুধবার তিনি একটি ভার্চুয়াল ‘সাষ্টাঙ্গ’ অনুষ্ঠানের আয়োজন করেছেন। তাঁর মুক্তির খবর পেয়েই সাক্ষাৎ করতে হরিয়ানার কারনাল শহরের মেয়রসহ স্থানীয় বিজেপি নেতারা লাইন দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মগুরু এবং ডেরা সাচা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিংকে ২০১৭ সালে ধর্ষণ এবং খুনের দায়ে অভিযুক্ত করা হয়। সম্প্রতি তাঁকে ৪০ দিনের প্যারোল দেওয়া হয়েছে। গত সপ্তাহে তাঁর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। রাম রহিম সিং উত্তর প্রদেশের বাঘপাত এলাকা থেকে ‘সাষ্টাঙ্গ’ অনুষ্ঠানের আয়োজন করেন।
এর আগে চলতি বছরের জুন মাসেই এক মাসের প্যারোলে মুক্তি পেয়েছিলেন। তারও আগে, এ বছরেরই ফেব্রুয়ারিতে তাঁকে তিন সপ্তাহের প্যারোল দেওয়া হয়।
এদিকে, রাম রহিম সিংয়ের মুক্তির বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বিজেপির বিরোধী দলগুলো। তাদের অভিযোগ, রাম রহিম সিংয়ের মুক্তির বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আগামী মাসে হরিয়ানার পঞ্চায়েতের উপনির্বাচন সামনে রেখেই তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে রাম রহিম সিংয়ের মুক্তির পর তাঁর সঙ্গে বিজেপি নেতাদের সাক্ষাতেরও কড়া সমালোচনা করেছে বিরোধীরা।
আগামী মাসের ৩ তারিখে হরিয়ানার আদমপুর আসনের বেশ কয়েকটি পঞ্চায়েতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া হরিয়ানার আরও ৯টি জেলার পঞ্চায়েতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত।
উল্লেখ্য, রাম রহিম সিংকে তাঁর আস্তানা ডেরা সাচা সৌদায় দুই নারীকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই কর্তৃক পাঁচকোলা বিশেষ আদালত তাঁকে ২০১৭ সালের আগস্টে ৩০ জনের বেশি মৃত্যু এবং তাদের কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট করার অভিযোগে অভিযুক্ত করেন। এ ছাড়া ২০১৯ সালে রাম রহিম সিং এবং আরও ৩ জনকে ১৬ বছর আগে এক সাংবাদিককে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়।
প্যারোলে মুক্তি পেয়েছেন ধর্ষণ ও খুনের দায়ে ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ধর্মীয় নেতা গুরমিত রাম রহিম সিং। কারাগার থেকে বের হয়েই আজ বুধবার তিনি একটি ভার্চুয়াল ‘সাষ্টাঙ্গ’ অনুষ্ঠানের আয়োজন করেছেন। তাঁর মুক্তির খবর পেয়েই সাক্ষাৎ করতে হরিয়ানার কারনাল শহরের মেয়রসহ স্থানীয় বিজেপি নেতারা লাইন দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মগুরু এবং ডেরা সাচা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিংকে ২০১৭ সালে ধর্ষণ এবং খুনের দায়ে অভিযুক্ত করা হয়। সম্প্রতি তাঁকে ৪০ দিনের প্যারোল দেওয়া হয়েছে। গত সপ্তাহে তাঁর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। রাম রহিম সিং উত্তর প্রদেশের বাঘপাত এলাকা থেকে ‘সাষ্টাঙ্গ’ অনুষ্ঠানের আয়োজন করেন।
এর আগে চলতি বছরের জুন মাসেই এক মাসের প্যারোলে মুক্তি পেয়েছিলেন। তারও আগে, এ বছরেরই ফেব্রুয়ারিতে তাঁকে তিন সপ্তাহের প্যারোল দেওয়া হয়।
এদিকে, রাম রহিম সিংয়ের মুক্তির বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বিজেপির বিরোধী দলগুলো। তাদের অভিযোগ, রাম রহিম সিংয়ের মুক্তির বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আগামী মাসে হরিয়ানার পঞ্চায়েতের উপনির্বাচন সামনে রেখেই তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে রাম রহিম সিংয়ের মুক্তির পর তাঁর সঙ্গে বিজেপি নেতাদের সাক্ষাতেরও কড়া সমালোচনা করেছে বিরোধীরা।
আগামী মাসের ৩ তারিখে হরিয়ানার আদমপুর আসনের বেশ কয়েকটি পঞ্চায়েতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া হরিয়ানার আরও ৯টি জেলার পঞ্চায়েতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত।
উল্লেখ্য, রাম রহিম সিংকে তাঁর আস্তানা ডেরা সাচা সৌদায় দুই নারীকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই কর্তৃক পাঁচকোলা বিশেষ আদালত তাঁকে ২০১৭ সালের আগস্টে ৩০ জনের বেশি মৃত্যু এবং তাদের কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট করার অভিযোগে অভিযুক্ত করেন। এ ছাড়া ২০১৯ সালে রাম রহিম সিং এবং আরও ৩ জনকে ১৬ বছর আগে এক সাংবাদিককে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
১ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫