Ajker Patrika

শিক্ষক হত্যা: অভিযুক্ত জিতু ও তার বাবার খোঁজ নেয়নি কেউ 

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৯: ২০
শিক্ষক হত্যা: অভিযুক্ত জিতু ও তার বাবার খোঁজ নেয়নি কেউ 

শিক্ষক উৎপল কুমার হত্যাকাণ্ডের ঘটনায় গত ৩০ জুন গাজীপুর থেকে অভিযুক্ত আশরাফুল ইসলাম জিতুর গ্রেপ্তারের পর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তার বাবা উজ্জল হাজিকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয় ২৮ জুন। তিনিও পাঁচ দিনের রিমান্ডে আছেন। জিতু ও তাঁর বাবা এখন আশুলিয়া থানায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আছেন। 

খোঁজ নিয়ে জানা যায়, আশুলিয়া থানা এই কয়েক দিনে জিতু ও তার বাবার সঙ্গে দেখা করতে পরিবার, স্বজন বা এলাকাবাসী কেউই আসেননি। এমনকি গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হলেও সেখানে তাঁদের পক্ষ থেকে কোনো উকিল দাঁড়ায়নি। 

এ বিষয়ে রোববার রাতে মোবাইলে ফোনে ঢাকা জেলা কোর্ট পুলিশ পরিদর্শক মতিয়ার রহমান মিয়া বলেন, জিতু ও তার বাবা উজ্জল হাজিকে গ্রেপ্তারের পর রিমান্ড আবেদন করে আদালতে পাঠায় আশুলিয়া থানা-পুলিশ। তবে আদালতে শুনানিকালে তাঁদের পক্ষে কোনো উকিল শুনানি করেননি। এমনকি সেদিন তাঁদের কোনো আত্মীয়স্বজনকেও নজরে পড়েনি।

মামলা তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার এসআই এমদাদুল হক বলেন, গ্রেপ্তার ও রিমান্ডের পর থেকে জিতু ও তার বাবা উজ্জল হাজির খোঁজখবর নিতে তাঁর পরিবার বা কেউই আসেনি। যদিও তদন্তের স্বার্থে কারোরই দেখা করার সুযোগ নেই।

উল্লেখ্য, ২৫ জুন দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে প্রকাশ্যে শিক্ষক উৎপলকে ক্রিকেট স্টাম্প দিয়ে আঘাত করে দশম শ্রেণির শিক্ষার্থী জিতু। পরে শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে ২৭ জুন (সোমবার) চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যান তিনি। সেদিন থেকে ক্লাস বর্জন করে আন্দোলনে নেমেছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ ঘটনায় রোববার আশুলিয়া থানায় নিহত শিক্ষকের ভাই বাদী হয়ে মামলা করেন। পরে ২৮ জুন রাতে কুষ্টিয়া থেকে জিতুর বাবা উজ্জল হাজিকে ও ২৯ জুন গাজীপুর থেকে জিতুকে গ্রেপ্তার করা হয়। তাঁরা বর্তমানে আশুলিয়া থানায় পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত