Ajker Patrika

‘ভাইরে চিনস না’ বলেই পুলিশ কর্মকর্তাকে মেরে রক্তাক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ২২
‘ভাইরে চিনস না’ বলেই পুলিশ কর্মকর্তাকে মেরে রক্তাক্ত

রাস্তা পার হওয়ার সময় উল্টো পথ দিয়ে আসা একটি মোটরসাইকেল ধাক্কা দেয় মিরাজ হোসেনকে। এতে কিছুটা আঘাত পেয়ে ওই বাইকে থাকা চালক ও আরোহীকে উদ্দেশ্য করে প্রতিবাদ জানান তিনি। এ সময় মোটরসাইকেলটিতে থাকা আরোহী এবং আরও কয়েকজন মোটরসাইকেলে করে এসে তাঁকে বলে, ‘ভাইরে চিনস না? ভাই যাইতাছে আর তুই কথা কইতাছস!’ 

 ১২ জনের একটি দল বেশ উগ্র আচরণ করছিল। উভয় পক্ষে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দলটি নিজেদের শাহজাহানপুর থানা যুবলীগের নেতা-কর্মী পরিচয় দিয়ে মিরাজের ওপর হামলা করে। বেধড়ক পেটাতে থাকে। এতে নাক, মুখ ফেটে রক্ত ঝরতে থাকে তাঁর। নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়েও রক্ষা পাননি তিনি। 

এসব অভিযোগ করে রমনা থানায় মামলা করেছেন পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন। ঘটনা গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বেইলি রোড মোড়ে। 

মামলার পরে গতকাল বৃহস্পতিবার রাতে ইমরান হোসেন সজীব নামে একজনকে গ্রেপ্তার করেছে রমনা থানার পুলিশ। তাঁকে আজ শুক্রবার আদালতে চালান করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা আইয়ুব আলী। 

আইয়ুব আলী আজকের পত্রিকাকে বলেন, ‘মামলায় সাত-আটজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে দুর্বৃত্তদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।’ 

শরীরে জখম নিয়ে বর্তমানে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন মিরাজ হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ পরিচয় দিয়েও রক্ষা পাইনি। ওরা ১০-১২ জন ছিল। আমাকে বেধড়ক মারধর করে। নাক-মুখ দিয়ে রক্ত ঝরছিল। এখন প্রচণ্ড মাথাব্যথা, সঙ্গে শরীরে ব্যথা। চিকিৎসক সিটি স্ক্যান করানোর পরামর্শ দিয়েছেন। তাহলে বড় কোনো সমস্যা হয়েছে কি না জানা যাবে। এখনো সিটি স্ক্যান করানো হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

রাজশাহীতে বরখাস্ত হওয়া এসআইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত