Ajker Patrika

চোরাই মোবাইলের সেটিংস পরিবর্তনকে কেন্দ্র করে প্রবাসী হত্যার ঘটনায় গ্রপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৮
চোরাই মোবাইলের সেটিংস পরিবর্তনকে কেন্দ্র করে প্রবাসী হত্যার ঘটনায় গ্রপ্তার ১

পূর্বশত্রুতার জেরে প্রবাসী মাহবুব হোসেন (২৮) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাদ্দাম হোসেনকে (২২) চট্টগ্রামের হাটহাজারী থানার চারতি নোয়াহাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টারের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

নিহত মাহবুব হোসেন ওমানে প্রবাসী ছিলেন। করোনাকালে তিনি দেশে চলে আসেন। পরে বাবার চায়ের দোকানে সময় দিতেন।

বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, হত্যাকাণ্ডের বেশ কয়েক দিন আগে সাদ্দাম একটি স্যামসাং মোবাইল নিয়ে মাহবুবের কাছে আসেন। এরপর ফোনটির সেটিংস পরিবর্তন করে দেওয়ার জন্য বলেন। কিন্তু সাদ্দামের পারিবারিক অবস্থা দেখে মাহবুব এটাকে চোরাই মোবাইল বলে ধারণা করেন। পরে মাহবুর সেটিংস পরিবর্তন না করে দিয়ে ঘুরাতে থাকেন। এমন করে বেশ কয়েক দিন যাওয়ার পর তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে মাহবুবকে হত্যার পরিকল্পনা করেন সাদ্দাম।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর সকাল ১০টায় ধন্যপুরে মাহবুবকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর মরদেহ লুকানোর জন্য টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাঁকে দেখে ফেলেন। পরে মরদেহ ফেলে পালিয়ে যান সাদ্দাম। ওই দিন নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম (২৩) থানায় মামলা করেন। পরে এ ঘটনার তদন্ত শুরু করে সিআইডি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত