Ajker Patrika

লালন উৎসবে সংঘর্ষে অন্তত ৬ জন আহত

আপডেট : ১৭ মার্চ ২০২২, ১০: ৫০
লালন উৎসবে সংঘর্ষে অন্তত ৬ জন আহত

গাজীপুরের শ্রীপুরে লালন উৎসবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ছয়জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। একই সঙ্গে সংঘর্ষ চলাকালীন মেলার কয়েকটি দোকানে লুটপাটের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। 

গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে প্রহলাদপুর ইউনিয়নের লোহাগাছিয়া বাজারে এ ঘটনা ঘটে। 

সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে তাৎক্ষণিক দুইজনের নাম জানা গেছে। তাঁরা হলেন উপজেলার মারতা গ্রামের সোলাইমান সরকারের ছেলে মেহেদী হাসান (২৭) ও লোহাগাছিয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে জনি। 

সরেজমিনে জানা গেছে, তিন দিনের লালন উৎসবের শেষ দিনে অনুষ্ঠানে চলাকালে হঠাৎ করে একটি বাহিনী দা, লাঠি নিয়ে হামলা চালিয়ে কয়েকজনকে মারধর শুরু করে। এরপর অপর একটি পক্ষ পাল্টা হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। 

আহত মেহেদী বলেন, ‘লালন উৎসবে এসে জানতে পারি আমাদের গ্রামের জনি নামের এক ছেলেকে মেরেছে। কে মেরেছে জানতে চাওয়ায় হামলাকারীরা আমাকে রাম দা দিয়ে কোপ দেয়।’ 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হক বলেন, এ ঘটনায় কয়েকজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুরে পাঠানো হয়েছে। 

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. আমির হোসেন বলেন, ‘অনুষ্ঠান চলাকালে উচ্ছৃঙ্খল কিছু যুবক লালন উৎসবে মারধরের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত