Ajker Patrika

মধুপুরে পাচারের সময় ৮ লক্ষাধিক টাকার রাবার জব্দ, গ্রেপ্তার ২

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মধুপুরে পাচারের সময় ৮ লক্ষাধিক টাকার রাবার জব্দ, গ্রেপ্তার ২

মধুপুরে বাগান থেকে পাচার করার সময় ৮ লাখ ১৬ হাজার টাকার চোরাই রাবার উদ্ধার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ২ জনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, পৌরশহরের মাস্টার পাড়ার হরিপদ চন্দ্র দাসের ছেলে অপূর্ব চন্দ্র দাস (২০) ও কাজী পাড়া এলাকার হোসেন মণ্ডলের ছেলে মো. শামীম মণ্ডল (১৮)। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বনশিল্প উন্নয়ন করপোরেশনের মধুপুরে দ্বিতীয় রাবার উন্নয়ন প্রকল্পের বাগান থেকে রাবার পাচারের কথা পারে র‍্যাব। সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি ৩ এর লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে র‍্যাবের দল মধুপুরে অভিযান চালায়। মধুপুর থেকে ঢাকা, জামালপুর, ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে রাতেই নজরদারি শুরু করেন তাঁরা। পরে আজ ভোররাতে অপরিশোধিত কাঁচা রাবার ভর্তি একটি কার্গো সকলের চোখ ফাঁকি দিয়ে গ্রামীণ সড়ক দিয়ে অগ্রসর হতে থাকে। 

পাচার করায় সময় প্রায় ৪ হাজার কেজির বেশি রাবার জব্দর‍্যাবের অভিযানকারী দল মধুপুর-আলোকদিয়া সড়কের মধুপুর পৌর শহরের টেংরী এলাকার এসএস অটোরাইচ অ্যান্ড বয়লার মিলের কাছে কার্গোটি আটক করে। কার্গো থেকে ৮ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৮০ কেজি অপরিশোধিত কাঁচা রাবার উদ্ধার করা হয়। এ সময় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, বেশ কিছুদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র মধুপুরে সরকারিভাবে সৃজিত রাবার বাগান থেকে রাবার পাচার করে আসছে। র‍্যাব পাচার রোধে সব সময় সতর্ক দৃষ্টি রাখার ফলে মাঝে মধ্যেই পাচারকৃত রাবার উদ্ধার এবং পাচারে জড়িতদের আটক করতে সক্ষম হচ্ছে। 

লে. কমান্ডার আরও বলেন, গ্রেপ্তারকৃত হরিপদ ও শামীম দীর্ঘদিন ধরে রাবার পাচারে যুক্ত রয়েছেন। এ ব্যাপারে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত