Ajker Patrika

মোবাইল ফোনের জন্য কিশোর খুন

প্রতিনিধি, কিশোরগঞ্জ
মোবাইল ফোনের জন্য কিশোর খুন

কিশোরগঞ্জে ফোন করার কথা বলে সেলফোন নিয়ে আর ফেরত না দেওয়াকে কেন্দ্র করে এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার রাতে শহরের হারুয়া কলেজ–ফিসারি লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোর জয় (১৬) শহরের হারুয়া মানিক ফকির গলির জয়নাল আবেদীনের ছেলে। 

স্থানীয়রা জানান, গত ২ আগস্ট হারুয়া মানিক ফকির গলির বকুল ওরফে আদম ব্যাপারীর ছেলে ফাহিমের (২০) কাছ থেকে ফোন করার কথা বলে সেলফোন নেয় জয়। কিন্তু সেটি আর সে ফেরত দেয়নি। গতকাল বিকেলে ফোনটি নিতে জয়ের বাসায় যান ফাহিম। জয় তবুও ফেরত দেয়নি। 

এ নিয়ে সন্ধ্যা ৭টার দিকে কলেজ–ফিসারি লিংক রোড এলাকায় জয়ের সঙ্গে ফাহিমের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে জয়কে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান ফাহিম। গুরুতর অবস্থায় জয়কে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধকে বিনাশ করতে পারবে না: ফজলুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত