Ajker Patrika

শ্বশুরকে ইয়াবা ব্যবসায় নামানো জামাতা অবশেষে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৯: ৩৬
শ্বশুরকে ইয়াবা ব্যবসায় নামানো জামাতা অবশেষে গ্রেপ্তার

শ্বশুরকে ইয়াবা ব্যবসায় নামানো সেই জামাতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার জামাতার নাম মো. রিপন শেখ (৩৬)। তাঁর কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে। 

রোববার (২৩ জুলাই) মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে রিপন শেখকে গ্রেপ্তার করে ডিএনসির ঢাকা মহানগর দক্ষিণ। গাড়িচালক রিপন শেখের গ্রামের বাড়ি পাবনার আমিনপুরের আহাম্মদপুর মধ্যপাড়া এলাকায়। মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের একটি ভাড়া বাড়িতে থাকেন। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, এর আগে গত ১৭ জুলাই ১০ হাজার পিস ইয়াবাসহ মো. আব্দুল কুদ্দুস, মো. নিজাম উদ্দিন ও কাশেম শেখ নামের তিনজনকে গ্রেপ্তার করে ডিএনসি। গ্রেপ্তারদের মধ্যে কাশেম শেখ তাঁর জামাতা রিপন শেখের প্ররোচনায় ইয়াবা কারবারে জড়িত হওয়ার কথা জানান। তিনজন গ্রেপ্তারের পর রিপন গা-ঢাকা দেন। 

রোববার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ রিপন শেখকে গ্রেপ্তার করা হয়। রিপন শেখ মীর রেডিমিক্স কংক্রিট কোম্পানির মিক্সিং গাড়িচালক। গত জানুয়ারিতে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে নির্মাণের কাজে দায়িত্বরত থাকাকালে টেকনাফ ভিত্তিক মাদক সিন্ডিকেটের অন্যতম মূল হোতা ইব্রাহিম-মন্নাফের সঙ্গে পরিচিত হয়। এরপর ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন। গত দুই মাসে কক্সবাজার থেকে পাঁচটি চালানে ইয়াবা নিয়ে এসেছেন তিনি। তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত