Ajker Patrika

ছিনতাই হওয়া চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের আলামত মিলেছে

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১৬: ০৩
ছিনতাই হওয়া চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের আলামত মিলেছে

ছিনতাই হওয়া চলন্ত বাসে ধর্ষণের শিকার নারী যাত্রীর ডাক্তারি পরীক্ষা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে। মেডিকেল বোর্ডের প্রধান ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ডা. রেহেনা পারভীন এই পরীক্ষা সম্পন্ন করেছেন। ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে ডা. রেহেনা পারভীন জানিয়েছেন।

এদিকে আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে ডাক্তারি পরীক্ষা শেষে ওই নারীকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। সেখানে একজন মহিলা বিচারকের তত্ত্বাবধানে ২২ ধারায় ওই নারীর জবানবন্দি নেওয়া হবে। 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন বিপিএম জানান, যাত্রীদের হাত, মুখ, চোখ বেঁধে এবং চালক-সহকারীদের পিটিয়ে আহত করে বাসের নিয়ন্ত্রণ নেয় ডাকাতেরা। তখন চালকের আসনে বসে গাড়ি চালিয়েছেন গ্রেপ্তারকৃত রাজা মিয়া। তাঁর কাছ থেকে লুণ্ঠিত তিনটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। গাড়ি থেকে দুটি ছুরি, একটি কাঁচিও আলামত হিসেবে জব্দ করা হয়েছে। ডাকাতি ও ধর্ষণের ঘটনার কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। 

গ্রেপ্তার রাজা মিয়াকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন ওসি মাজহারুল আমিন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত