Ajker Patrika

আ.লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা, মা হলো সেই কিশোরী

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ০১ জুলাই ২০২৩, ১৯: ০১
আ.লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা, মা হলো সেই কিশোরী

টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলার বাদী সেই কিশোরী মা হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল শহরের ব্যুরো হেলথ কেয়ার ফাউন্ডেশন হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কিশোরী একটি পুত্রসন্তানের জন্ম দেয়। হাসপাতালের গাইনি চিকিৎসক মালেকা সফি ওই কিশোরীর সিজারিয়ান অপারেশন করেন। 

গোলাম কিবরিয়া বড় মনির টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা বাস কোচ মিনি বাস মালিক সমিতির মহাসচিব এবং টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই। 

ব্যুরো হাসপাতালের কর্মকর্তা তুহিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘তিন দিন আগে ওই কিশোরী ব্যুরো হাসপাতালে ভর্তি হয়। সে সাধারণ রোগীদের মতোই আমাদের হাসপাতালে ভর্তি হয়ে সেবা গ্রহণ করছে।’ 

এদিকে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা করা ওই কিশোরী পুত্রসন্তান হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এদিকে কিশোরীর দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা বড় মনির উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ার পর গত ১৫ মে জামিন চেয়ে নিম্ন আদালতে হাজির হন। 

আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। ওই দিন রাতে বড় মনির অসুস্থ হলে তাঁকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকে তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালেই আছেন বলে জানা গেছে। 

গত ৫ এপ্রিল রাতে এক কিশোরী বাদী হয়ে গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করে। মামলায় গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়েছে। মামলায় ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়েছে বলে উল্লেখ করা হয়। 

এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মেডিকেল বোর্ড ডাক্তারি পরীক্ষায় অন্তঃসত্ত্বা প্রমাণ পেলেও ধর্ষণের আলামত পায়নি বলে জানিয়েছিলেন। এ ছাড়া ওই কিশোরী ৬ এপ্রিল ২২ ধারায় জবানবন্দি দিয়েছিল আদালতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত