Ajker Patrika

অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ সদস্য, হাসপাতালে ভর্তি

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ২১: ৩৩
অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ সদস্য, হাসপাতালে ভর্তি

রাজধানীতে মীর আবদুল হান্নান (৫৮) নামে এক পুলিশ কর্মকর্তা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। অসুস্থ অবস্থায় তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) ভর্তি করা হয়েছে। 

আজ রোববার বেলা ৩টার দিকে মোহাম্মদপুর বছিলা থেকে তাঁকে উদ্ধার করেন স্বজনেরা। তিনি বাংলাদেশ আর্মস পুলিশ ব্যাটালিয়নের সহকারী উপপরিদর্শক (এবি) হিসেবে বিমানবন্দর এলাকায় কর্মরত ছিলেন। 

হান্নানের শ্যালক আব্দুল মোমেন জানান, আজ দুপুরে কর্মস্থল থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়ি সাতক্ষীরার কলারোয়ায় যাচ্ছিলেন আবদুল হান্নান। পথে তিনি দুর্ঘটনার শিকার হন। তবে তাঁর কাছ থেকে কিছু খোয়া গেছে কি না, সে সম্পর্কে কিছু জানা যায়নি। তাঁর ব্যবহৃত ফোনটি সঙ্গেই পাওয়া গেছে। 

আব্দুল মোমেন বলেন, ‘বেলা ৩টার দিকে মোহাম্মদপুর বছিলার রাস্তায় আবদুল হান্নানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে পথচারীরা তাঁর ফোন থেকে আমাদের ফোন দেন। আমরা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’ 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন স্বজনেরা। জরুরি বিভাগ থেকে তাঁর পাকস্থলী ওয়াশ করানোর পর মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...