ঢামেক প্রতিনিধি
রাজধানীর রামপুরা বউবাজার এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কোপে আহত আলমগীর হোসেন (৩২) ঢাকা মেডিকেলে মারা গেছেন। নিহত আলমগীর পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) আব্দুল খান।
আব্দুল খান বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বউবাজার বরফ গলিতে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে হৃদ্রোগ ইনস্টিটিউটে পাঠিয়ে দেন। সেখানে আলমগীরের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আলমগীরের দুই পায়ের হাঁটুর পেছনে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আহত আলমগীরকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় নয়ন খান। তিনি বলেন, আলমগীরের বাসা রামপুরা বউবাজার আদর্শ গলিতে। রাজমিস্ত্রির কাজ করতেন আলমগীর। সেখানে স্ত্রী মিতু বেগম ও দুই ছেলেকে নিয়ে ভাড়া থাকেন তিনি। শুক্রবার সন্ধ্যায় বউবাজার বরফ গলিতে এক যুবক আলমগীরের দুই পায়ের হাঁটুর পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আলমগীরকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় বেটারলাইফ হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
নিহত আলমগীরের স্ত্রী মিতু বেগম জানান, তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহ কোতোয়ালির চড় শিকদার গ্রামে। আলমগীরের বাবার নাম আতশ আলী। বউবাজার আদর্শ গলিতে দুই ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন তাঁরা। মানুষের বাসায় ঝিয়ের কাজ করেন তিনি। আর আলমগীর রাজ মিস্ত্রির কাজ করতেন। আবার কখনো কখনো অটো গাড়ি চালাতেন। সন্ধ্যায় তিনি জানতে পারেন কে বা কারা তাঁর স্বামীকে কুপিয়েছেন।
আলমগীরের বন্ধু রবিউল ইসলাম মুন্না বলেন, আলমগীর রাজমিস্ত্রির পাশাপাশি রামপুরা থানা-পুলিশের সোর্সের কাজ করতেন। বেশ কিছুদিন আগে স্থানীয় মাদক ব্যবসায়ী লিমন (২৮) নামের একজনকে পুলিশে ধরিয়ে দেন তিনি। লিমন গত পরশুদিন জেল থেকে ছাড়া পায়। সেই জেরে লিমন আলমগীরকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, নিহত আলমগীর সোর্সের কাজ করতেন। বেশ কিছুদিন আগে তিনি লিমন নামে একজন মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিয়েছিলেন বলে জেনেছি। সেই লিমন জেল থেকে বের হয়ে আলমগীরকে হত্যাচেষ্টা করেছেন। লিমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
রাজধানীর রামপুরা বউবাজার এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কোপে আহত আলমগীর হোসেন (৩২) ঢাকা মেডিকেলে মারা গেছেন। নিহত আলমগীর পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) আব্দুল খান।
আব্দুল খান বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বউবাজার বরফ গলিতে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে হৃদ্রোগ ইনস্টিটিউটে পাঠিয়ে দেন। সেখানে আলমগীরের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আলমগীরের দুই পায়ের হাঁটুর পেছনে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আহত আলমগীরকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় নয়ন খান। তিনি বলেন, আলমগীরের বাসা রামপুরা বউবাজার আদর্শ গলিতে। রাজমিস্ত্রির কাজ করতেন আলমগীর। সেখানে স্ত্রী মিতু বেগম ও দুই ছেলেকে নিয়ে ভাড়া থাকেন তিনি। শুক্রবার সন্ধ্যায় বউবাজার বরফ গলিতে এক যুবক আলমগীরের দুই পায়ের হাঁটুর পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আলমগীরকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় বেটারলাইফ হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
নিহত আলমগীরের স্ত্রী মিতু বেগম জানান, তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহ কোতোয়ালির চড় শিকদার গ্রামে। আলমগীরের বাবার নাম আতশ আলী। বউবাজার আদর্শ গলিতে দুই ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন তাঁরা। মানুষের বাসায় ঝিয়ের কাজ করেন তিনি। আর আলমগীর রাজ মিস্ত্রির কাজ করতেন। আবার কখনো কখনো অটো গাড়ি চালাতেন। সন্ধ্যায় তিনি জানতে পারেন কে বা কারা তাঁর স্বামীকে কুপিয়েছেন।
আলমগীরের বন্ধু রবিউল ইসলাম মুন্না বলেন, আলমগীর রাজমিস্ত্রির পাশাপাশি রামপুরা থানা-পুলিশের সোর্সের কাজ করতেন। বেশ কিছুদিন আগে স্থানীয় মাদক ব্যবসায়ী লিমন (২৮) নামের একজনকে পুলিশে ধরিয়ে দেন তিনি। লিমন গত পরশুদিন জেল থেকে ছাড়া পায়। সেই জেরে লিমন আলমগীরকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, নিহত আলমগীর সোর্সের কাজ করতেন। বেশ কিছুদিন আগে তিনি লিমন নামে একজন মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিয়েছিলেন বলে জেনেছি। সেই লিমন জেল থেকে বের হয়ে আলমগীরকে হত্যাচেষ্টা করেছেন। লিমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২২ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫