Ajker Patrika

ফকিরাপুলে ‘ডিবি পরিচয়ে’ ছাপাখানার মালিক-কর্মচারীকে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯: ৩৬
ফকিরাপুলে ‘ডিবি পরিচয়ে’ ছাপাখানার মালিক-কর্মচারীকে তুলে নেওয়ার অভিযোগ

রাজধানীর মতিঝলের ফকিরাপুলে একটি ছাপাখানা থেকে ঢাকা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে অভিযান চালিয়ে একটি ছাপাখানার  মালিক ও ডিজাইনারকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

তাঁরা হলেন হেরার জ্যোতি ডিজাইন অ্যান্ড প্রিন্টিংয়ের মালিক মমিনুল ইসলাম ও ছাপাখানার ডিজাইনার সাইফুল ইসলাম। মমিনুল ইসলাম নেজামে ইসলাম দলের নেতা। দুজনকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মমিনুল ইসলামের শ্যালক মাসুম বিল্লাহ সরকার। 

গত মঙ্গলবার দুপুরে তাঁদের তুলে নেওয়া হয় বলে জানা গেছে। এ সময় প্রতিষ্ঠানটির ভেতরে সব মালামাল ও আসবাবপত্র তছনছ করে অভিযানকারীরা। পরে প্রতিষ্ঠানটি থেকে কম্পিউটারের হার্ডডিস্ক, মনিটর ও একটি সিপিউ নিয়ে যাওয়া হয়। 

মাসুম বিল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার দুপুরে মতিঝিলের ফকিরাপুলে আমার দুলাভাই মমিনুল ইসলামের মালিকানাধীন হেরার জ্যোতি ডিজাইন অ্যান্ড প্রিন্টিংয়ের অফিসে গোয়েন্দা পুলিশ পরিচয়ে অভিযান চালান হয়। এ সময়ে মমিনুল ইসলাম অফিসে ছিলেন না। পরে তাঁকেও আটক করা হয়। মমিনুল ইসলাম নেজামে ইসলাম নামের একটি দলের নেতা। ৩২ ঘণ্টা পর আমরা জানতে পেরেছি তাঁদের ডিবি পুলিশ নিয়ে গেছে। তবে কোন বিভাগ নিয়েছে সেটি এখনো জানতে পরিনি।’ 

মাসুম বিল্লাহ অভিযোগ করে বলেন, ‘একটা মানুষ অপরাধ করলে তার বিচার হবে। কিন্তু এভাবে তুলে নিয় যাওয়ার কোনো মানে হয় না। আমরা দুই দিন ধরে পল্টন, মতিঝিল, ডিবি কার্যালয়ে ঘুরেছি, কিন্তু কোথাও তাঁদের সন্ধান পাইনি। আজ যখন আমরা আবার পল্টন থানায় গিয়েছি, তখন আমাদের সঙ্গে এসআই মোস্তাফিজুর রহমান ফকিরাপুলের অফিসে আসেন। অফিসের তালা ভাঙার সময় জানতে পারি ডিবি পুলিশ তাঁদের আটক করেছে। তবে আমরা এখনো তাঁদের সঙ্গে কথা বলতে পরিনি।’ 

প্রিন্টিং প্রেসের মালিক ও কর্মচারীকে আটকের বিষয়ে জানতে গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রাজিব আল মাসুদের সঙ্গে যোগাযোগ করলেও তিনি সাড়া দেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত