Ajker Patrika

ডেমরা থেকে অপহৃত সেই ছাত্রী দক্ষিণ কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ 

শ্যামপুর-কদমতলী, প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১৯: ৩৪
ডেমরা থেকে অপহৃত সেই ছাত্রী দক্ষিণ কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ 

রাজধানীর ডেমরা থেকে অপহৃত ৮ম শ্রেণির এক ছাত্রীকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে তাকে উদ্ধার করে ডেমরা থানা–পুলিশ। ওই ছাত্রীকে অপহরণের অভিযোগে দুজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন রাকিব মোল্লা (২২) ও তাঁর সহযোগী সবুজ মোল্লা (৩০)। তাঁদের আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। গতকাল রাতেই অপহৃত ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর দুপুরে স্কুল থেকে বাসায় ফেরার সময় পূর্বপরিকল্পনা অনুযায়ী রাকিব মোল্লা তাঁর সহযোগী সবুজ মোল্লাসহ কয়েকজন মিলে মেয়েটিকে অপহরণ করেছিলেন। এ ঘটনায় গত ৮ অক্টোবর ভুক্তভোগীর চাচা ডেমরা থানায় মামলা করেন।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ডেমরা থানা-পুলিশ অভিযান চালিয়ে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার একটি বাড়ি থেকে অপহরণকারী রাকিব মোল্লাসহ অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়। এ দিকে সহযোগী সবুজ মোল্লাকে ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বাকিদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

গ্রামের বাড়ি ফরিদপুরে থাকতেই রাকিব মোল্লা মেয়েটিকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করতেন। বিষয়টি জানতে পেরে এক বছর আগে মেয়েটিকে তার চাচা ডেমরায় নিজের বাসায় এনে স্কুলে ভর্তি করিয়ে দেন। ডেমরায় এসেও রাকিব প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন মেয়েটিকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত