শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরে চুরি হয়ে যাওয়া ব্যাটারিচালিত চারটি ভ্যান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। তাঁরা চালককে চেতনানাশক খাইয়ে ইজিবাইক-ভ্যান ছিনতাই করতেন। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালিয়ে মাদারীপুরের বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) কামরুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারেরচর গ্রামের সাইফুল প্যাদা (২৬), মাদারীপুরের বাজিতপুরের রাজু হাওলাদার (২৫), একই গ্রামের জাফর হাওলাদার (৫২) ও রাজৈর উপজেলার শ্রীনাথদি বাজিতপুরের খোকন সরদার (৫৮)।
সংবাদ সম্মেলনে কামরুল ইসলাম জানান, মাদারীপুর জেলার কালকিনি থেকে ১৪ নভেম্বর সোহেল হাওলাদার নামের এক যুবককে চেতনানাশক খাইয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী চক্র। গুরুতর অবস্থায় চালক সোহেলকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে নেওয়া হলে ১৬ নভেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এই ঘটনায় মামলা হলে তদন্তে নামে ডিবি পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মোস্তফাপুর থেকে গ্রেপ্তার করা হয় রাজু হাওলাদার ও সাইফুল প্যাদা নামের দুজনকে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে জাফর হাওলাদার ও খোকন সরদারকে বাজিতপুরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে ডিবি।
এ সময় ছিনতাই করা চারটি ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে এই চক্রটি ইজিবাইক ও ভ্যান চুরি আসছে। তাঁদের মধ্যে সাইফুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রায়হান সিদ্দিকী শামীম বলেন, মাদারীপুর থেকে চুরি করা ভ্যান ও ইজিবাইক শরীয়তপুরে বিক্রি করে চক্রটি। আর শরীয়তপুর থেকে যেগুলো চুরি করা হতো, তা বিক্রি করা হয় মাদারীপুরে। যাতে মালিকেরা এগুলো চিনতে না পারে। তাঁরা আন্তজেলা চোর চক্রের সদস্য। এই চক্রের বাকিদের ধরতে অভিযান চলছে।
জেলা পুলিশের তথ্যমতে, চলতি বছরে পাঁচটি থানায় শতাধিক চুরির মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২৫০ জনকে। এর মধ্যে ভ্যান ও ইজিবাইক চুরির ঘটনা আছে ৩০টি।
মাদারীপুরে চুরি হয়ে যাওয়া ব্যাটারিচালিত চারটি ভ্যান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। তাঁরা চালককে চেতনানাশক খাইয়ে ইজিবাইক-ভ্যান ছিনতাই করতেন। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালিয়ে মাদারীপুরের বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) কামরুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারেরচর গ্রামের সাইফুল প্যাদা (২৬), মাদারীপুরের বাজিতপুরের রাজু হাওলাদার (২৫), একই গ্রামের জাফর হাওলাদার (৫২) ও রাজৈর উপজেলার শ্রীনাথদি বাজিতপুরের খোকন সরদার (৫৮)।
সংবাদ সম্মেলনে কামরুল ইসলাম জানান, মাদারীপুর জেলার কালকিনি থেকে ১৪ নভেম্বর সোহেল হাওলাদার নামের এক যুবককে চেতনানাশক খাইয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী চক্র। গুরুতর অবস্থায় চালক সোহেলকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে নেওয়া হলে ১৬ নভেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এই ঘটনায় মামলা হলে তদন্তে নামে ডিবি পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মোস্তফাপুর থেকে গ্রেপ্তার করা হয় রাজু হাওলাদার ও সাইফুল প্যাদা নামের দুজনকে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে জাফর হাওলাদার ও খোকন সরদারকে বাজিতপুরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে ডিবি।
এ সময় ছিনতাই করা চারটি ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে এই চক্রটি ইজিবাইক ও ভ্যান চুরি আসছে। তাঁদের মধ্যে সাইফুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রায়হান সিদ্দিকী শামীম বলেন, মাদারীপুর থেকে চুরি করা ভ্যান ও ইজিবাইক শরীয়তপুরে বিক্রি করে চক্রটি। আর শরীয়তপুর থেকে যেগুলো চুরি করা হতো, তা বিক্রি করা হয় মাদারীপুরে। যাতে মালিকেরা এগুলো চিনতে না পারে। তাঁরা আন্তজেলা চোর চক্রের সদস্য। এই চক্রের বাকিদের ধরতে অভিযান চলছে।
জেলা পুলিশের তথ্যমতে, চলতি বছরে পাঁচটি থানায় শতাধিক চুরির মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২৫০ জনকে। এর মধ্যে ভ্যান ও ইজিবাইক চুরির ঘটনা আছে ৩০টি।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১৮ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫