Ajker Patrika

৮ বছরে একাই ৭০০ মোটরসাইকেল চুরি করেছেন তিনি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১৯: ৫০
৮ বছরে একাই ৭০০ মোটরসাইকেল চুরি করেছেন তিনি

রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মোটরসাইকেল চুরি করে আসছিল একটি চক্র। সড়কের পাশে পার্কিং করে রাখা মোটরসাইকেলের তালা নকল চাবি দিয়ে খুলে মোটরসাইকেল নিয়ে যেত। এভাবেই চক্রের অন্যতম সদস্য খালেক গত আট বছরে একাই চুরি করেছেন ৫০০-৭০০টি মোটরসাইকেল।

সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তি সহায়তায় গতকাল শুক্রবার চাঁদপুর, নোয়াখালী, মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩টি চোরাই মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। গ্রেপ্তাররা হলেন—মো. খালেক হাওলাদার ওরফে সাগর আহম্মেদ (৪৮) ও মো. জিসান আহমেদ ওরফে সম্রাট (২২)।

খালেকের নামে এ পর্যন্ত ১৫টি মামলার তথ্য পেয়েছে ডিবি। তিনি ঢাকা থেকে মোটরসাইকেল চুরি করে চাঁদপুর, নোয়াখালী, মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন লোকের কাছে বিক্রি করেছেন। 

আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসংবাদ সম্মেলনে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘আমাদের অনুরোধ, যারা মোটরসাইকেল চালান, তারা যেন মোটরসাইকেল পার্কিংয়ের সময় একটু লোকালয় দেখে বা সিসিটিভি ক্যামেরা আছে ওই সব এলাকায় পার্কিং করেন। তাহলে মোটরসাইকেল চুরি কিছুটা রোধ করা যাবে। সিসিটিভি আছে এমন জায়গায় মোটরসাইকেল চুরি হলেও আমরা ফুটেজ দেখে পরবর্তীতে তা বের করে ফেলতে পারব। আর যারা মফস্বল এলাকা থেকে মোটরসাইকেল কেনেন, তারা কেনার আগে কাগজপত্র বিআরটিএ থেকে যাচাই করে কিনবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত