Ajker Patrika

ফকিরাপুলে পুলিশ সদস্যের মৃত্যু: বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৪: ৪১
ফকিরাপুলে পুলিশ সদস্যের মৃত্যু: বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা

রাজধানীর ফকিরাপুলে পুলিশ সদস্য আমিরুল পারভেজ নিহতের ঘটনায় হত্যা মামলা করেছে পুলিশ। পল্টন থানার ওই মামলায় বিএনপির নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।

আজ রোববার সকালে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

সেন্টু মিয়া জানান, একটি হত্যা মামলা হয়েছে। তবে কারা এবং কতজন আসামি তা এজাহার না দেখে বলা যাবে না।

নিহত কনস্টেবল আমিরুল পারভেজ ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম শাখায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুরে। 

গতকাল শনিবার বিএনপির মহাসমাবেশ চলাকালীন দায়িত্ব পালন করছিলেন নিহত আমিরুল। এ সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। আমিরুলকে একা পেয়ে তাঁকে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত